TRENDING:

OMR Sheet: কলকাতার রাস্তায় OMR, গড়িয়াহাট মোড়ের কাছে পড়ে OMR শিট

Last Updated:

জানা যায়, সেটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-এর পরীক্ষার OMR

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতার রাস্তায় OMR! দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মোড়ের কাছে রাস্তায় মিলল OMR শিট। জানা যায়, সেটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-এর পরীক্ষার OMR।
advertisement

কলকাতা বিশ্ব বিদ্যালয়ের ২০১৯ বি'কমের পরিবেশ বিদ্যার উত্তর পত্রের ওএমআর শিট উদ্ধার হয় গড়িয়াহাট মোড়ে! উত্তর পত্র কীভাবে রাস্তায় পড়ৈ?  উঠছে প্রশ্ন! ওএমআর শিটগুলি উদ্ধার করেছে গড়িয়াহাট থানার পুলিশ।

গতকাল, ২২ মার্চ গ্রুপ সি নিয়োগ মামলায় প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। কোন সংস্থাকে দিয়ে নষ্ট করা হত ওএমআর শিট? সামনে এল সেই নাম। আদালতে হলফনামা দিয়ে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, মেসার্স বালাজি সলিউশনকে দিয়ে এই কাজ করাতো তারা। নিয়ম অনুযায়ী, কোনও নিয়োগ পরীক্ষার পর একটি নির্দিষ্ট সময় পার হয়ে গেলে উত্তরপত্র নষ্ট করে ফেলা হয়। একটি বেসরকারি সংস্থাকে দিয়ে সেই কাজ করানো হয়। এসএসসি-র সেই কাজ করত বালাজি সলিউশন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তদন্তে ইতিমধ্যেই সামনে এসেছে, উত্তর প্রদেশের সংস্থা নায়সা-কে দিয়ে ওএমআর-এর মূল্যায়ণ করা হয়েছিল। সেই সংস্থার অফিস রয়েছে গাজিয়াবাদে। সেই অফিস থেকেও তথ্য সংগ্রহ করেছে তদন্তকারী সংস্থা। অভিযোগ, বহু প্রার্থীর ওএমআর-এর নম্বর বদল করা হয়েছিল এসএসসি-র অফিসে। অর্থাৎ কোনও এক অদৃশ্য যাদুবলে আসল নম্বর বদল গিয়েছিল এসএসসি-র সার্ভারে। সিবিআই ও এসএসসি এই ওএমআর কারচুপি সংক্রান্ত রিপোর্ট আগেই দিয়েছিল আদালতে। সেখানে জানানো হয়েছিল, গাজিয়াবাদ থেকে ৩ হাজার ৪৭৮ টি ওএমআর উদ্ধার করা হয়। তার মধ্যে ৩০০ টি ওএমআর বিকৃত করা হয়নি বলে জানানো হয়। বাকি ওএমআর প্রকাশ করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতো ওএমআর প্রকাশও করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
OMR Sheet: কলকাতার রাস্তায় OMR, গড়িয়াহাট মোড়ের কাছে পড়ে OMR শিট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল