TRENDING:

ত্রয়োদশীতে চাঁদের হাট চালতাবাগানে, বিয়ের পর প্রথম সিঁদুর খেললেন নুসরত জাহান

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উৎসব শেষে, উৎসবের রেশ চালতাবাগানে। ত্রয়োদশীতে সিঁদুরখেলায় মাতলেন সেলিব্রিটিরা। বিয়ের পর প্রথম সিঁদুর খেললেন নুসরত জাহান। সঙ্গে ছিলেন স্বামী নিখিল জৈনও।
advertisement

পুজো শেষ। দশমী শেষের বিষাদের মধ্যেই উৎসবের রেশ ধরে রাখল মানিকতলার লোহাপট্টি চালতাবাগান দুর্গোৎসব পুজো কমিটি। শুক্রবার ত্রয়োদশীতে চালতাবাগানে চাঁদের হাট।

সোনার তরীতে সোনালি উ‍ৎসবের উদযাপন। চৈতি ঘোষাল, মুনমুন সেন, অনন্যা চট্টোপাধ্যায়, শর্বরী দত্ত, জুন মালিয়া, অগ্নিমিত্র পল থেকে দেবলীনা কুমার, পার্ণ মিত্র, নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ধর্ম,রাজনীতির গন্ডি ছাপিয়ে সিঁদুরে মাখামাখি উৎসব আরও রঙিন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রেড রোডের বিসর্জনের মেগা কার্নিভালে যাওয়ার আগে তারকার আলোয় জমে উঠেছিল চালতাবাগান।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ত্রয়োদশীতে চাঁদের হাট চালতাবাগানে, বিয়ের পর প্রথম সিঁদুর খেললেন নুসরত জাহান