সরকারি আইনজীবী বলেন, নিম্ন আদালতের অর্ডারে কোনও ভুল নেই। নিম্ন আদালতের অর্ডার ছিল, নুসরতকে রোজ আসতে হবে না। কিন্তু ৩১৩ সিআরপিসি, চার্জ ফ্রেম গঠনের দিন হাজিরার উপস্থিত থাকতে হবে, আর তাই জন্য ৮৮-এর বন্ড দিতে হবে। দুপক্ষের সওয়াল জবাব শুনে আলিপুর আদালতের বিচারক ২২ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন।
আরও পড়ুন: ‘একটা বাড়িতে পাঁচটা বউ থাকলে…’, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতার! জেনে রাখুন…
advertisement
প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর নুসরত জাহানকে তলব করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। প্রায় সাড়ে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। ২০১৪-১৫ সালে নুসরত যে সংস্থার ডিরেক্টর ছিলেন, সেই ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণা করেছে বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন: মোদির গীতাপাঠ! ২৪ ডিসেম্বরে টেট কি আদৌ হবে? হাইকোর্টে গেলেন দিলীপ ঘোষ
অভিযোগ, প্রথমে নুসরত তাঁদের আশ্বস্ত করেছিলেন ২ কামরার ফ্ল্যাট দেবেন। প্রতিশ্রুতি পূরণ করেননি। পরে বলেন, হিডকোর কাছে তিন কামরার ফ্ল্যাট দেবেন। বছর পেরিয়ে সেই প্রতিশ্রুতিও পূরণ হয়নি। এরই মধ্যে নুসরত নিজে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট কেনেন। নুসরতের বিরুদ্ধে ব্যাঙ্কের কর্মীরা প্রথমে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু সে সময়ে পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। এরপর আলিপুর আদালতে গিয়ে মামলা ফাইল করেন প্রতারিতরা। এরপর বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এই অভিযোগ সামনে আনেন।