সব মিলিয়ে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে জুন ২০২৩ সালের তুলনায় জুন ২০২৪ সালে মোট ২০.১% মার্জিনসহ উল্লেখযোগ্য বৃদ্ধি নথিভুক্ত করেছে। শুধু লোডিংইয়ে নয়, পণ্য আনলোডিংইয়েও উন্নতি অব্যাহত রেখেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। এপ্রিল মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের দ্বারা ১১৩০টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে। তাতে এফসিআই চাল, চিনি, লবণ, খাদ্য উপযোগী তেল, সার, সিমেন্ট, কয়লা, সবজি, অটো, ট্যাঙ্ক মতো পণ্যসামগ্রী ও অন্যান্য সামগ্রী একই মাসে পরিবহণ করেছে এবং নিজস্ব অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে। এপ্রিল, ২০২৪ সালে অসমে পণ্যবাহী ট্রেনের ৫৪০টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ৩৩৫টি রেকে অত্যাবশ্যকীয় সামগ্রী লোড ছিল।
advertisement
আরও পড়ুন- ভোররাতে আইসক্রিমের গোডাউনে আগুন! দাউদাউ জ্বলছে যশোর রোড, আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম দমকল
এপ্রিলে ত্রিপুরায় ২৫টি রেক, নাগাল্যান্ডে ১৮টি রেক, অরুণাচল প্রদেশে ৯টি রেক, মণিপুরে ৩টি রেক এবং মিজোরামে ৫টি রেক আনলোড করা হয়। এছাড়াও, একই মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ৭৬টি পণ্য রেক ও বিহারে ৬৯টি পণ্য রেক আনলোড করা হয়। কেবল সাধারণ মানুষের অপরিহার্য প্রয়োজনীয়তা পূরণের জন্যই নয়, সেই অঞ্চলের স্থানীয় অর্থনৈতিক কার্যকলাপ গতিশীল ও বৃদ্ধি করার উদ্দেশ্যে নিত্যপ্রয়োজনীয় এবং অন্যান্য পণ্যগুলি নিয়মিত পরিবহন করা হচ্ছে। মাল লোডিংয়ের অগ্রগতি থেকে উল্লেখযোগ্য পরিমাণে পণ্য রাজস্ব উৎপন্ন হচ্ছে। বছরের পর বছর ধরে পণ্যলোডিং বৃদ্ধি পাওয়ার বিষয়টি থেকে সমগ্র এলাকার অর্থনৈতিক ক্রিয়াকলাপের পরিসংখ্যানও পাওয়া যায়। যা বেশ আশানুরূপ বলেই মনে করছেন রেলের কর্মকর্তারা।