Jessore Road Fire: ভোররাতে আইসক্রিমের গোডাউনে আগুন! দাউদাউ জ্বলছে যশোর রোড, আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম দমকল
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
Jessore Road Fire- আইসক্রিমের গোডাউনে আগুন লেগেছিল শুরুতে। এর পর আগুন ছড়িয়ে পড়ে গেঞ্জি কারখানায়। গোটা এলাকা ইতিমধ্যে আগুনের গ্রাসে চলে গেছে। দীর্ঘক্ষণ কেটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
কলকাতা: তখনও আলো ফোটেনি। ঘুমে অচেতন পাড়া। ভোররাতে ২৯ নম্বর যশোর রোডে ছড়িয়ে পড়ল বিধ্বংসী আগুন। সূত্রের খবর, ৩টে৪০ নাগাদ দমকলে ফোন করা হয়।
ঘুম ভেঙে আগুনের আঁচ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২০টি ইঞ্জিন। সকাল পর্যন্ত চেষ্টা চললেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

advertisement
দমকলের কাছে খবর আসে, আইসক্রিম গোডাউনে আগুন লেগেছে। তবে আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে আশপাশের অন্য কারখানাও পুড়ে যায়। আগুন ছড়িয়ে পড়তে শুরু করেছিল বসতি এলাকায়ও। বাড়ি ছেড়ে সবাই বেরিয়ে আসেন রাস্তায়।
advertisement
প্রাথমিকভাবে জানা গিয়েছে, আইসক্রিমের গোডাউনে আগুন লেগেছিল শুরুতে। এর পর আগুন ছড়িয়ে পড়ে গেঞ্জি কারখানায়। গোটা এলাকা ইতিমধ্যে আগুনের গ্রাসে চলে গিয়েছে।

advertisement
দীর্ঘক্ষণ কেটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যে দমকল কর্মীরা বাইরে থেকে ফায়ার অ্যারেস্ট করে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। ধোঁয়ায় ভরে গিয়েছে এলাকা। কী ভাবে আগুন লাগল এখনও জানা যায়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 12, 2024 8:19 AM IST










