স্পেশ্যাল ট্রেন নং. ০৩১৪১ (কলকাতা-নিউ কোচবিহার) ২২ ডিসেম্বর, ২০২৩ তারিখে (শুক্রবার) কলকাতা থেকে ২৩.৪০ ঘণ্টায় রওনা দিয়ে ২৩ ডিসেম্বর, ২০২৩ তারিখের (শনিবার) ১২.৩০ ঘণ্টায় নিউ কোচবিহার পৌঁছবে। ফেরত যাত্রার সময়, স্পেশ্যাল ট্রেন নং. ০৩১৪২ (নিউ কোচবিহার-কলকাতা) ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখে (রবিবার) নিউ কোচবিহার থেকে ০৫.০০ ঘণ্টায় রওনা দিয়ে একইদিনে ২২.৪০ ঘণ্টায় কলকাতা পৌঁছবে।
advertisement
আরও পড়ুন: ২২ বছর পর রহস্যফাঁস, কভি খুশি কভি গম ছবিতে জয়ার কোলে এই ছোট্ট শিশু কে জানেন?
এই স্পেশ্যাল ট্রেনটি উভয় দিক থেকে ধূপগুড়ি, নিউ জলপাইগুড়ি, কিষাণগঞ্জ, মালদা টাউন, আজিমগঞ্জ, ব্যান্ডেল রেলওয়ে স্টেশন ইত্যাদি হয়ে চলাচল করবে। ট্রেনটিতে এসি- ৩টিয়ার, স্লিপার ক্লাস ও জেনারেল সিটিং-সহ মোট ২১টি কোচ উপলব্ধ থাকবে। এই রুটে চলাচল করা অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে ভ্রমণের জন্য এই ট্রেনে টিকিট কাটতে পারেন।
আরও পড়ুন: ৩১ ডিসেম্বরের মধ্যে গ্যাসের বায়োমেট্রিক না করালেই ভর্তুকি বন্ধ? জানুন আসল সত্য
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই স্পেশ্যাল ট্রেনটির বিশদ বিবরণ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে।
আবীর ঘোষাল
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F