Kabhi Khushi Kabhie Gham: ২২ বছর পর রহস্যফাঁস, কভি খুশি কভি গম ছবিতে জয়ার কোলে এই ছোট্ট শিশু কে জানেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Kabhi Khushi Kabhie Gham: ২২ বছর পর ছবির এক দারুণ রহস্যফাঁস করেছেন নায়িকা কাজল।
কলকাতা: ৯০-এর দশকের অন্যতম সুপারহিট ছবি কভি খুশি কভি গম। করণ জোহরের ব্লকবাস্টার এই ছবি সদ্য মুক্তির ২২ বছর পূর্ণ করেছে। আর ২২ বছর পর ছবির এক দারুণ রহস্যফাঁস করেছেন নায়িকা কাজল। এই ছবিতে শাহরুখের দেখা মিলেছিল অমিতাভ-জয়ার দত্তক পুত্র হিসাবে। ছবির ফ্ল্যাশব্যাকের বেশকিছু দৃশ্যে খুদে শাহরুখকে দেখেছিল সিনেপ্রেমীরা।
জয়া বচ্চনের কোলে এই খুদে শাহরুখকে দেখা যায় ছবিতে। জানেন এই ছোট্ট শাহরুখের চরিত্রে কে অভিনয় করেছিল? শাহরুখের ছেলেবেলার ভূমিকায় অভিনয়ের জন্য এই ছবিতে করণ বেছে নিয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খানকে। তখনও পাঁচের গণ্ডি পার করেনি আরিয়ান। এটাই ছিল তাঁর বলিউড অভিষেক। সেই কথা বলতে গিয়েই আবেগঘন হয়ে যান কাজল।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: চোখের নিচে ডার্ক সার্কেল কেন হয়? ৯৯% মানুষ ভুল জানেন, ডাক্তার জানালেন ৬টি আশ্চর্য কারণ
এই ছবিতে শাহরুখ খান, কাজল, অমিতাভ বচ্চন, জয়া ভাদুড়ি, করিনা কাপুর ও হৃত্বিক রোশনকে দেখা গিয়েছিল। কুছ কুছ হোতা হ্যায়-র পর K3G-তে ফের হাত মেলান শাহরুখ-কাজল-করণ ত্রয়ী। সঙ্গে অমিতাভ-জয়া আর হৃতিক-করিনার উপস্থিতি। কাজল ইনস্টাগ্রামে এই ছবি নিয়ে নানা কথা শেয়ার করেন সম্প্রতি।
advertisement
advertisement
কাজল আরও জানান, এই ছবির বিরাট স্টারকাস্টের কথা মাথায় রেখে মুম্বইয়ের ফিল্মিস্তান স্টুডিয়োতে স্থায়ী মেকআপ রুম তৈরি করিয়েছিলেন যশ অ্যাঙ্কেল (প্রযোজক যশ জোহর)। বিয়ের পর এই ছবির হাত ধরেই কামব্যাক করেছিলেন তিনি, একথাও লেখেন কাজল। সঙ্গে সর্তকবার্তা- ‘এটা সঠিক তথ্য নাও হতে পারে’। নায়িকার পোস্টে উপচে পড়ছে শাহরুখ-কাজল জুড়ির ভক্তদের আবেগ। সবার দাবি, ‘অনেক হয়েছে, এবার তোমারা ফেরো’।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 21, 2023 9:05 PM IST