TRENDING:

মাধ্যমিকের মেধাতালিকায় দক্ষিণকে টেক্কা দিল উত্তরের জেলাগুলো

Last Updated:

প্রতিবারের মত এবারেও মাধ্যমিকে জেলার জয়জয়কার৷ আর জেলাগুলির মধ্যে এবার চওড়া হাসি উত্তরবঙ্গের৷ দক্ষিণকে টেক্কা দিল উত্তরের জেলাগুলো৷ কারণ শুধুমাত্র প্রথম স্থানাধিকারীই নয়, একের পর এক সফল প্রার্থী উত্তরবঙ্গের জেলাগুলিরই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রতিবারের মত এবারেও মাধ্যমিকে জেলার জয়জয়কার৷ আর জেলাগুলির মধ্যে এবার চওড়া হাসি উত্তরবঙ্গের৷ দক্ষিণকে টেক্কা দিল উত্তরের জেলাগুলো৷ কারণ শুধুমাত্র প্রথম স্থানাধিকারীই নয়, একের পর এক সফল প্রার্থী উত্তরবঙ্গের জেলাগুলিরই৷ পাশের হারের নিরিখে যদিও প্রথম পূর্ব মেদিনীপুর, কিন্তু মেধা তালিকায় একের পর এক নাম উঠে এসেছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং,ও মালদার৷ নতুন জেলা কালিম্পং-এ পাশের হার এবার ৮৬.৯৫%, যা অত্যন্ত প্রশংসনীয় বলেই উল্লেখ করেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷ প্রথম ১০শে ৫৬জনের মধ্যে ২৪জনই উত্তরবঙ্গে৷
advertisement

আরও পড়ুন ২০১৯-এ এগোচ্ছে মাধ্যমিক পরীক্ষা, শুরু ১২ফেব্রুয়ারি

এক নজরে মেধা তালিকায় উত্তরবঙ্গের জেলাগুলোর সাফল্য-

কোচবিহার-উল্লেখযোগ্য এবারের মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের সুনিতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ৷ তার প্রাপ্ত নম্বর ৬৮৯৷তৃতীয় স্থানে সুনিতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সরকার৷ তার প্রাপ্ত নম্বর ৬৮৭৷পঞ্চম স্থানে আবারও সুনিতি অ্যাকাডেমির অঙ্কিতা দাস৷ ষষ্ঠ দিনহাটা হাইস্কুলের সুমিত বাগচী৷ সপ্তম স্থানে মহশ্বেতা হোমরায়৷ অষ্টম স্থানে অন্যান্যদের মধ্যে রয়েছে কোচবিহারের দেবস্মিতা দে৷

advertisement

জলপাইগুড়ি -তৃতীয় স্থানে নীলব্জা দাস ও মৃণ্ময় মণ্ডল৷ ষষ্ঠ জলপাইগুড়ির সেন্ট্রাল হাইস্কুলের নিধি চৌধুরী ৷ নবম স্থানে কোচবিহারের ঐতিহ্য সাহা৷ দশম স্থানে বৈতুর্য বিশ্বাস, সুমন কুমার সরকারও কোচবিহারের৷

দক্ষিণ দিনাজপুর-সপ্তম স্থানে রয়েছে পারমিতা মণ্ডল৷ অষ্টম স্থানে যমুনা নার্গিস৷

দার্জিলিং-নবম স্থানে রয়েছে সায়ন্তিকা রায়৷

মালদা-অষ্টম স্থানে অরিন্দম সাহা৷ নবম স্থানে অম্লান ভট্টাচার্য, সায়ন্তন চৌধুরী, মহম্মদ রফিকুল হাসান৷ দশম স্থানে মীর মহম্মদ ওয়াসির, অরিত্র সরকার, তণ্ময় ফিরদৌস৷

advertisement

আলিপুরদুয়ার- অষ্টম স্থানে তাপস দেবনাথ৷ দশম স্থানে নিমরৌজ সরকার৷

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

আরও পড়ুন মাধ্যমিকে ফের জেলার জয়, কমলো পাশের হার

বাংলা খবর/ খবর/কলকাতা/
মাধ্যমিকের মেধাতালিকায় দক্ষিণকে টেক্কা দিল উত্তরের জেলাগুলো