TRENDING:

Nobel Peace Prize 2023: ১৩ বার গ্রেফতার, ১৫৪ টা চাবুকের ঘা! ইরানের মেয়েদের হকের জন্য লড়ে নোবেল শান্তি পুরস্কার পেলেন কারাবন্দি নার্গিস মোহাম্মদি

Last Updated:

এদিন নোবেল কমিটি নার্গিসের নাম ঘোষণা করে লেখেন, ‘‘ব্যক্তিগত বহু ক্ষতি স্বীকার করে নার্গিস তাঁর লড়াই চালিয়ে গিয়েছেন৷ নারীর বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে, সাধারণ মানুষের স্বাধীনতা ও অধিকারের পক্ষে লড়াই চালিয়ে গিয়েছেন৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নরওয়ে: ১৩ বার তাঁকে গ্রেফতার করেছে ইরান সরকার৷ দোষী সাব্যস্ত হয়েছেন ৫ বার৷ নিজের জীবদ্দশার ৩১টা বছরই তিনি কাটিয়েছেন কারাগারে৷ এখনও সেই জেলেই বন্দি৷ পিঠের চামড়া গুটিয়ে দিয়েছে ১৫৪ টা দগদগে চাবুকের মার৷ ইরানে নারীমুক্তি আন্দোলনের পুরোধা, নির্ভীক সাংবাদিক সেই নার্গিস মোহম্মাদিই নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন এই বছর৷ ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার প্রপক হিসাবে তাঁর নাম ঘোষণা করেছে নরওয়ের নোবেল কমিটি৷
advertisement

১৯৭২ সালে উত্তর-পশ্চিম ইরানের জ়ানজানে জন্ম৷ ফিজিক্স নিয়ে পড়াশোনা৷ পরে ইঞ্জিনিয়ারিংও পড়েন৷ কিন্তু, বেশিদিন সেই পেশায় থাকেননি৷ যোগ দেন সাংবাদিকতার কাজে৷ তবে সেন্টার ফর হউমান রাইটস ডিফেন্ডারের সদস্য হিসাবে তাঁর কাজ সবচেয়ে বেশি নজর কাড়ে মানুষের৷ ইরানের মহিলাদের পড়াশোনা থেকে পোশাক, সার্বিক স্বাধীনতার প্রশ্নে বারবার সরব হন৷ চলে ক্ষমতাশীলের সঙ্গে মুখোমুখি লড়াই৷ সেই লড়াইয়ে মানসিক, শারীরিক সব দিক থেকেই একাধিক বার ক্ষতবিক্ষত হতে হয়েছে তাঁকে৷ তবে কখনও থেমে যাননি৷

advertisement

advertisement

আরও পড়ুন: কামদুনি কাণ্ডে ফাঁসির সাজা রদ হাইকোর্টে, ১০ হাজার টাকার বিনিময়ে জেলমুক্ত ৩

এদিন নোবেল কমিটি নার্গিসের নাম ঘোষণা করে লেখেন, ‘‘ব্যক্তিগত বহু ক্ষতি স্বীকার করে নার্গিস তাঁর লড়াই চালিয়ে গিয়েছেন৷ নারীর বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে, সাধারণ মানুষের স্বাধীনতা ও অধিকারের পক্ষে লড়াই চালিয়ে গিয়েছেন৷’’

advertisement

আরও পড়ুন: টাকা না প্রেম, কেমন কাটবে এবারের পুজো? বলে দেবে আপনার নামের শুরুর অক্ষর

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বর্তমানেও জেলের ভিতরেই বন্দি নার্গিস৷ তাঁর নোবেল পাওয়া নিয়ে তাঁর প্রতিক্রিয়া পাওয়ার তো কোনও প্রশ্নই নেই৷ তবে, নার্গিসের ভাই হামিদ্রেজা মোহাম্মদি বলেন, ‘‘আমার মনে হয়, এর ফলে ইরানের অবস্থা কিছুটা হলেও ভাল হবে৷ ওখানকার অবস্থা ভয়ঙ্কর৷ যাঁরা প্রতিবাদী, আন্দোলনকারী, তাঁরা খুনও হয়ে যেতে পারেন ওখানে৷ নার্গিসের এই খবরে আমি খুশি৷’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Nobel Peace Prize 2023: ১৩ বার গ্রেফতার, ১৫৪ টা চাবুকের ঘা! ইরানের মেয়েদের হকের জন্য লড়ে নোবেল শান্তি পুরস্কার পেলেন কারাবন্দি নার্গিস মোহাম্মদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল