লন্ডন স্কুল অফ ইকনমিক্সে পড়াশোনা৷ পরে দীর্ঘদিন কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সে অর্থনীতির অধ্যাপনা করেন। বিয়ে করেন প্রেসিডেন্সি কলেজের বিশিষ্ট অর্থনীতিবিদ প্রয়াত অধ্যাপক দীপক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রিয় ‘নির্মলাদির সঙ্গে খুব ভাল সম্পর্ক ছিল’ বলে জানিয়েছেন মমতা৷ লিখেছেন, ‘আমাদের অনেক স্মৃতি রয়েছে। তাঁর মৃত্যুতে বড় ক্ষতি হয়ে গেল।’
অভিজিতের পরিবার সূত্রের খবর, গত বুধবার পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন নির্মলা৷ তারপরেই তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়৷ অবস্থার অবনতি হলে, শেষের দিকে রাখা হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে৷
আরও পড়ুন: ‘ব্যক্তিগত প্রশ্ন!’, ঝড়ের মতো এথিক্স কমিটির বৈঠক থেকে বেরিয়ে এলেন মহুয়া মৈত্র
হাসপাতাল সূত্রের খবর, দু’দিন আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন নির্মলা। তার পরে ফের এই ঘটনা ঘটে৷ কিন্তু, এ বার তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল বলে জানিয়ে দিয়েছিলেন চিকিৎসকেরা।
আরও পড়ুন: মহুয়া মৈত্রদের আইফোন হ্যাক! এবার কি অ্যাপল-কেও তলব স্ট্যান্ডিং কমিটির? তরজা তুঙ্গে
বৃহস্পতিবার অভিজিতের অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সময় নির্মলার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী৷