TRENDING:

দেশের বৃহত্তম মেট্রো স্টেশন এবার কলকাতায়? শুক্রবারেই উদ্বোধন... চলমান সিঁড়ি, লিফটে ছয়লাপ! সুবিধাই সুবিধা

Last Updated:

বৃহৎ মেট্রো স্টেশন ছাড়াও তৈরি করা হচ্ছে ৪৮ মিটার ইয়ার্ড। যা দেশের মধ্যে বৃহত্তম। থাকছে ৭টি লাইন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মাটি থেকে প্রায় ১৪ মিটার নীচে মেট্রো স্টেশনটি তৈরি করা হয়েছে। তৈরি করা হয়েছে ৫টি প্ল্যাটফর্ম, যেগুলি এক-একটি ১৮০ মিটার লম্বা। মেট্রোর তরফে জানানো হয়েছে, নোয়াপাড়া থেকে বারাসত (হলুদ লাইন) মেট্রো প্রকল্পের দৈর্ঘ্য হচ্ছে ১৮.১৩ কিমি। এই করিডরে ১২.৭৭ কিমি অংশে মাটির নীচ দিয়ে যাবে। বাকি ৫.৩৬ কিমি অংশ উপর দিয়ে যাবে। এই প্রকল্পের মধ্যে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত প্রায় ৭.০৪ কিমি অংশের কাজ শেষ।
কেমন হচ্ছে এয়ারপোর্ট মেট্রো স্টেশন?
কেমন হচ্ছে এয়ারপোর্ট মেট্রো স্টেশন?
advertisement

সূত্রের খবর, নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট (২.৮৪ কিমি) হয়ে বিমানবন্দর অংশে পরিদর্শনের পর কমিশনার অফ রেলওয়ে সেফটি ছাড়পত্র দিয়েছেন। দমদম ক্যান্টনমেন্ট থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন (৪.২০ কিমি) অংশে গত শনিবার কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন করে ছাড়পত্র দিয়েছেন। পরিদর্শনের পরই নোয়াপাড়া থেকে ভায়া দমদম ক্যান্টনমেন্ট কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো চাকা গড়াবে। মোট ৫টি প্ল্যাটফর্মের মধ্যে ১ এবং ২ নম্বর প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে। নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত সম্পূর্ণ মেট্রো পরিষেবা শুরু হয়ে গেলে ৩, ৪ এবং ৫ নম্বর প্ল্যাটফর্ম কাজকর্ম বা পরিষেবার চালু করে দেওয়া হবে।

advertisement

মোট ৫টি গেট থাকছে এই জয় হিন্দ মেট্রো স্টেশনে।

যার মধ্যে ১ নম্বর প্রবেশদ্বারটি একেবারেই বিমানবন্দরের গেটের মুখে।

২ নম্বর গেট থাকছে ট্যাক্সি পার্কিং স্ট্যান্ডের কাছে।

৫ নম্বর গেটটি যশোর রোডের একদম নিকটে থাকছে। যাতে বাস থেকে নেমেই সাবওয়ে ব্যবহার করে মেট্রোতে পৌঁছে যেতে পারেন সাধারণ মানুষ।

advertisement

৩ এবং ৪ নম্বর গেট থাকছে আড়াই নম্বর গেট এবং পুলিশ ব্যারাকের অংশের দিকে।

জয় হিন্দ মেট্রো স্টেশনে থাকছে ৬টি সিঁড়ি, ৬টি লিফ্ট, ৯টি চলমান সিঁড়ি বা এসক্যালেটর।

বিমানবন্দরের দিকে যে সাবওয়ে, সেখানে থাকছে ৩টি সিঁড়ি, ৪টি লিফট, ৬টি এসক্যালেটর।

যশোর রোডের দিকে থাকা সাবওয়েতে থাকছে ২টি সিঁড়ি, ২টি লিফট, ৩টি এসক্যালেটর।

advertisement

বিমানবন্দরের দিকে থাকছে ৩৩০ মিটার লম্বা এবং ১১ মিটার চওড়া সাবওয়েযশোর রোডের দিকে সাবওয়ে ২৭০ মিটার লম্বা এবং ১৩ মিটার চওড়া।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বৃহৎ মেট্রো স্টেশন ছাড়াও তৈরি করা হচ্ছে ৪৮ মিটার ইয়ার্ড। যা দেশের মধ্যে বৃহত্তম। থাকছে ৭টি লাইন।

বাংলা খবর/ খবর/কলকাতা/
দেশের বৃহত্তম মেট্রো স্টেশন এবার কলকাতায়? শুক্রবারেই উদ্বোধন... চলমান সিঁড়ি, লিফটে ছয়লাপ! সুবিধাই সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল