TRENDING:

'একদিকে SIR-এ নাম তুলবেন অন্যদিকে মেলা, উৎসব পালন করবেন!' নেতাজি ইন্ডোর থেকে রাজ্যবাসীকে অভয় মুখ্যমন্ত্রীর

Last Updated:

এসআইআর নিয়ে অযথা ভয় না পেয়ে মেলা, বড়দিন,গঙ্গাসাগর, রমজান প্রভৃতি উৎসবে রাজ্যবাসীকে সামিল হওয়ার আহবান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসআইআর নিয়ে অযথা ভয় না পেয়ে মেলা, বড়দিন,গঙ্গাসাগর, রমজান প্রভৃতি উৎসবে রাজ্যবাসীকে সামিল হওয়ার আহবান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কী বললেন মমতা?
কী বললেন মমতা?
advertisement

বুধবার নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত বাণিজ্য সম্মেলন থেকে বাংলায় ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এগিয়ে আছে সে কথাও জানান।

এই প্রসঙ্গে তিনি বলেন, “বাংলায় থেকে ব্যবসা করা যায়। বাংলাদেশ, নেপাল, ভুটান সহ একাধিক রাজ্যের সঙ্গে আমাদের সীমান্ত আছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আয়তন এত বেশি যে প্রচুর মানুষ এখানে কাজ করেন। MSME তে আমাদের রাজ্য এগিয়ে আছে।”

advertisement

তিনি আরও বলেন, “রাজ্য ৩৬ প্রোডাক্টে এখনও অবধি জিআই পেয়েছে। রাজ্যের যে শিল্প ও অবদান আছে তাতে রাজ্য ৩৬০০ পেতে পারে। আগামীদিনেও মানুষ যাতে এটা জানতে পারে সেটা জানাতে হবে।”

রাজ্যে

এরপরেই কেন্দ্র সরকারকে বিঁধে তিনি জানান, রাজ্য অনেক টাকা পেলেও তা দিচ্ছে না কেন্দ্র সরকার। এই প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে আমাদের নামে খালি সমালোচনা করে। কেন্দ্রীয় সরকার নীতি আয়োগ বানাল। আমরা বেকারত্ব কমিয়ে দিয়েছি ৪০% এটা সেই নীতি আয়োগের রিপোর্ট।”

advertisement

একইসঙ্গে বিরোধীদের একহাত নিয়ে তিনি বলেন, “নেই কাজ তো খই ভাজ। ওরা নানা কথা বলে। আমাদের অর্থনৈতিক শৃঙ্খলা আছে। রাজ্যের একাধিক সামাজিক প্রকল্প আছে। সব ক’টাই চলছে।”

এরপরেই তিনি এসআইআর প্রসঙ্গ তোলেন। সেখানেই রাজ্যবাসীকে অভয় দিয়ে বলেন, “একদিকে এসআইআরে নাম তুলবেন। আর একদিকে মেলা, উৎসব, চলবে। সেখানে যাবেন। বড়দিন, গঙ্গাসাগর, রমজান আসবে। আর তারপরেই ইলেকশন এসে যাবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বনবন করে লাঠি ঘোরাচ্ছে মেয়েরা, রণপা নিয়ে হাঁটছে ছেলেরা! বর্ধমানের আজব স্কুল
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
'একদিকে SIR-এ নাম তুলবেন অন্যদিকে মেলা, উৎসব পালন করবেন!' নেতাজি ইন্ডোর থেকে রাজ্যবাসীকে অভয় মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল