TRENDING:

শেষবেলায় এসে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত

Last Updated:

সাফল্য মিললে উচ্চমাধ্যমিকেও এই নিয়ম কার্যকরা করা হবে বলে জানিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দফতর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রশ্নপাচার রুখতে মাধ্যমিকের শেষলগ্নে এসে পদক্ষেপ৷ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্র  ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ স্কুলশিক্ষা দফতরের প্রস্তাবে সায় দিয়েই এই সিদ্ধান্ত রাজ্য স্বরাষ্ট্র দফতরের৷
advertisement

নেট পরিষেবা বন্ধ থাকলে হোয়াটস অ্যাপে প্রশ্ন ছড়িয়ে পড়ার কোনও সম্ভাবনাই থাকবে না। পর্ষদের এই সুপারিশে স্কুলশিক্ষা দফতর সায় দেওয়ার পর তা পাঠানো হয় স্বরাষ্ট্র দফতরে। সেখান থেকেই নির্দেশ পৌঁছেছে জেলাশাসকদের দফতরে।

হুগলি জেলার কিছু অংশ, মালদহ ও মুর্শিদাবাদের কিছু অংশকে স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত করেছে মধ্যশিক্ষা পর্ষদ ও স্কুলশিক্ষা দফতর৷ স্পর্শকাতর এলাকাগুলোতে ইন্টারনেট কানেকশন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷

advertisement

সাফল্য মিললে উচ্চমাধ্যমিকেও এই নিয়ম কার্যকরা করা হবে বলে জানিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দফতর৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
শেষবেলায় এসে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত