TRENDING:

Indian Railways: রেল স্টেশনে নয় আগুন জ্বালানো, জোরদার প্রচারে নামল ভারতীয় রেল

Last Updated:

প্রচারে অংশ নিচ্ছেন রেলের শীর্ষ আধিকারিকরাও। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: কোনওভাবেই প্ল্যাটফর্মে আগুন জ্বালানো যাবে না।  প্ল্যাটফর্মে গরম চা, ঘুগনি অথবা গরম চপ খেতে তো খুব ভাল লাগে ৷ কিন্তু এই উনুন/গ্যাস অথবা স্টোভ প্ল্যাটফর্মে জ্বালিয়ে যে রান্না হচ্ছে, এর থেকে যে বিপদ হতে পারে সেটা, সেটা কি ভেবে দেখেছেন?
রেল স্টেশনে নয় আগুন জ্বালানো, জোরদার প্রচারে নামল ভারতীয় রেল
রেল স্টেশনে নয় আগুন জ্বালানো, জোরদার প্রচারে নামল ভারতীয় রেল
advertisement

‘রেলওয়ে ক্যাটারিং পলিসি’ বলে যে কোনওভাবেই প্ল্যাটফর্মে আগুন জ্বালানো যাবে না।  একবার ভেবে দেখেছেন এই আগুন কতটা বিপজ্জনক হতে পারে আমাদের জীবনে ! এই দোকানগুলি, যারা চা অথবা ঘুগনি বিক্রি করছেন, বিশেষ করে সাবার্বান সেকশনে শিয়ালদহ সাউথ অথবা মেনলাইনেই হোক, রেলওয়ে থেকে এরকম কোনও ঠেলাগাড়ি বা অস্থায়ী দোকানকে অনুমোদন দেওয়া হয়নি।  এগুলি সম্পূর্ণ বেআইনি।

advertisement

আরও পড়ুন– রাশিফল ১৪ ফেব্রুয়ারি; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ

আগুন যদি কোনওভাবেই এই অননুমোদিত দোকানগুলি থেকে ছড়িয়ে পড়ে তবে রেলের মতো জাতীয় সম্পত্তির ক্ষতি তো হবেই সঙ্গে আমার/আপনারও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আসুন সবাই মিলে চেষ্টা করি যাতে এসব বেআইনি দোকান থেকে মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে।  এর জন্য প্ল্যাটফর্মের উপর এই ঠেলা ও বেআইনি অস্থায়ী দোকানগুলিকে আগুনের ব্যবহার থেকে বিরত রাখা যায়।

advertisement

আরও পড়ুন– টুথপেস্টের টিউবে লাল, সবুজ ও নীল রঙের অর্থ কী, এগুলো কেন দেওয়া হয়? কেনার আগে না জানলে দাঁতের ক্ষতি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পূর্ব রেলের তরফ থেকে যাত্রীদের কাছে অনুরোধ, যে তারা যেন শুধুমাত্র অনুমোদিত দোকান থেকে কেনাকাটা করেন যেখানে এইভাবে খোলা স্টোভ বা গ্যাস জ্বালিয়ে প্ল্যাটফর্মে রান্না হয় না। ভারতীয় রেল গোটা দেশ জুড়ে রেলের কোচের অভ্যন্তরে হোক বা রেল স্টেশন সর্বত্র এই আগুন না জ্বালানোর ব্যাপারে প্রচার চালিয়ে আসছে৷ সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি অগ্নি সংযোগের ঘটনা ভারতীয় রেলে দেখা যাচ্ছে। তাতে বেশ কয়েকটি কোচ ও স্টেশন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বিশেষ করে আইআরসিটিসি’র থেকে ভাড়া নেওয়া কোচে এই ঘটনা ঘটেছে ৷ হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের একাধিক স্টেশন এলাকা ও লাইনে বা কোচের মধ্যে যাতে আগুন না জ্বালানো হয়, সেই ব্যাপারে প্রচার চালানো হচ্ছে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: রেল স্টেশনে নয় আগুন জ্বালানো, জোরদার প্রচারে নামল ভারতীয় রেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল