টুথপেস্টের টিউবে লাল, সবুজ ও নীল রঙের অর্থ কী, এগুলো কেন দেওয়া হয়? কেনার আগে না জানলে দাঁতের ক্ষতি

Last Updated:
Meaning of Different Colour mark on Toothpaste: প্রতিদিন সকালে উঠে ব্রাশে পেস্ট লাগানোটা নিত্যদিনের রুটিনের মধ্যেই পড়ে। কিন্তু পেস্টের টিউবের পিছনের রঙ কি কেউ খুঁটিয়ে দেখেন?
1/5
প্রতিদিন কতকিছুই তো নজরে আসে। কিন্তু সব কিছু কি জানা সম্ভব? না। অনেকেই গুগল ঘেঁটে দেখেন বটে। কিছুদিন পর মাথা থেকে সব বেরিয়ে যায়। তবে কিছু জিনিস একেবারে মনে গেঁথে থাকে। এর কারণটা খুব মজার। টুথপেস্টের কথাই ধরা যাক। প্রতিদিন সকালে উঠে ব্রাশে পেস্ট লাগানোটা নিত্যদিনের রুটিনের মধ্যেই পড়ে। কিন্তু পেস্টের টিউবের পিছনের রঙ কি কেউ খুঁটিয়ে দেখেন?এককথায় এর উত্তর হল- না। Photo: Social Media
প্রতিদিন কতকিছুই তো নজরে আসে। কিন্তু সব কিছু কি জানা সম্ভব? না। অনেকেই গুগল ঘেঁটে দেখেন বটে। কিছুদিন পর মাথা থেকে সব বেরিয়ে যায়। তবে কিছু জিনিস একেবারে মনে গেঁথে থাকে। এর কারণটা খুব মজার। টুথপেস্টের কথাই ধরা যাক। প্রতিদিন সকালে উঠে ব্রাশে পেস্ট লাগানোটা নিত্যদিনের রুটিনের মধ্যেই পড়ে। কিন্তু পেস্টের টিউবের পিছনের রঙ কি কেউ খুঁটিয়ে দেখেন?এককথায় এর উত্তর হল- না। Photo: Social Media
advertisement
2/5
খুব কম মানুষই পেস্ট টিউবের পিছনের লাল, নীল, সবুজ বা কালো রঙের বর্গাকার বাক্সগুলো খুঁটিয়ে দেখেন। কিন্তু এটাও সত্যি, সেগুলো দেখলেও এর মানে তাঁরা জানেন না। যে কোনও পেস্টের টিউবেই এক বা একাধিক রঙের ‘চিহ্ন’ রয়েছে। কিন্তু এর অর্থ কী? প্রতিটা রঙের বিশেষ অর্থ রয়েছে। এখানে রইল তারই হদিশ। Photo- Collected
খুব কম মানুষই পেস্ট টিউবের পিছনের লাল, নীল, সবুজ বা কালো রঙের বর্গাকার বাক্সগুলো খুঁটিয়ে দেখেন। কিন্তু এটাও সত্যি, সেগুলো দেখলেও এর মানে তাঁরা জানেন না। যে কোনও পেস্টের টিউবেই এক বা একাধিক রঙের ‘চিহ্ন’ রয়েছে। কিন্তু এর অর্থ কী? প্রতিটা রঙের বিশেষ অর্থ রয়েছে। এখানে রইল তারই হদিশ। Photo- Collected
advertisement
3/5
আসল কথা হল, একবার রঙের অর্থ জানলে পেস্ট কেনার আগে অবশ্যই এর দিকে চোখ যাবে। এই চিহ্নগুলোই পেস্টের ভাল-মন্দ দিক সম্পর্কে অবগত করে। ফলে গ্রাহক সেরা জিনিসটা কিনতে পারেন। অনেকেই দেখে থাকবেন, টুথপেস্টের শেষ দিকে কালো, সবুজ, লাল এবং নীল রঙের দাগ থাকে। Photo- Collected
আসল কথা হল, একবার রঙের অর্থ জানলে পেস্ট কেনার আগে অবশ্যই এর দিকে চোখ যাবে। এই চিহ্নগুলোই পেস্টের ভাল-মন্দ দিক সম্পর্কে অবগত করে। ফলে গ্রাহক সেরা জিনিসটা কিনতে পারেন। অনেকেই দেখে থাকবেন, টুথপেস্টের শেষ দিকে কালো, সবুজ, লাল এবং নীল রঙের দাগ থাকে। Photo- Collected
advertisement
4/5
পেস্ট কেনার আগে সেটা না দেখলে দাঁতের ক্ষতি হতে পারে। কীভাবে? রঙের অর্থ বুঝে নিলেই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। পেস্টের টিউবে কালো রঙ থাকলে বুঝতে হবে, এতে প্রচুর রাসায়নিক ব্যবহার করা হয়েছে। তাই এই ধরনের পেস্ট না কেনাই উচিত। Photo- ShutterStock
পেস্ট কেনার আগে সেটা না দেখলে দাঁতের ক্ষতি হতে পারে। কীভাবে? রঙের অর্থ বুঝে নিলেই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। পেস্টের টিউবে কালো রঙ থাকলে বুঝতে হবে, এতে প্রচুর রাসায়নিক ব্যবহার করা হয়েছে। তাই এই ধরনের পেস্ট না কেনাই উচিত। Photo- ShutterStock
advertisement
5/5
আবার অনেক পেস্টের টিউবে লাল দাগ থাকে। খাবারে লাল দাগ দিয়ে নন-ভেজ বোঝানো হয়। তাহলে পেস্টটাও কি আমিষ? না, লাল দাগের অর্থ হল, মিশ্র। মানে এতে প্রাকৃতিক উপাদানের সঙ্গে অনেক ধরনের রাসয়নিকও ব্যবহার করা হয়েছে। একই রকম ভাবে নীল রঙের অর্থ হল, এই পেস্টে প্রাকৃতিক উপাদানের সঙ্গে ওষুধ মেশানো হয়েছে। সবুজ দাগ থাকার অর্থ সেই পেস্ট নিরাপদ। এতে কোনও ওষুধ বা রাসায়নিক ব্যবহার করা হয়নি- যা আছে সবই প্রাকৃতিক উপাদান। Photo- Collected
আবার অনেক পেস্টের টিউবে লাল দাগ থাকে। খাবারে লাল দাগ দিয়ে নন-ভেজ বোঝানো হয়। তাহলে পেস্টটাও কি আমিষ? না, লাল দাগের অর্থ হল, মিশ্র। মানে এতে প্রাকৃতিক উপাদানের সঙ্গে অনেক ধরনের রাসয়নিকও ব্যবহার করা হয়েছে। একই রকম ভাবে নীল রঙের অর্থ হল, এই পেস্টে প্রাকৃতিক উপাদানের সঙ্গে ওষুধ মেশানো হয়েছে। সবুজ দাগ থাকার অর্থ সেই পেস্ট নিরাপদ। এতে কোনও ওষুধ বা রাসায়নিক ব্যবহার করা হয়নি- যা আছে সবই প্রাকৃতিক উপাদান। Photo- Collected
advertisement
advertisement
advertisement