টুথপেস্টের টিউবে লাল, সবুজ ও নীল রঙের অর্থ কী, এগুলো কেন দেওয়া হয়? কেনার আগে না জানলে দাঁতের ক্ষতি
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Meaning of Different Colour mark on Toothpaste: প্রতিদিন সকালে উঠে ব্রাশে পেস্ট লাগানোটা নিত্যদিনের রুটিনের মধ্যেই পড়ে। কিন্তু পেস্টের টিউবের পিছনের রঙ কি কেউ খুঁটিয়ে দেখেন?
প্রতিদিন কতকিছুই তো নজরে আসে। কিন্তু সব কিছু কি জানা সম্ভব? না। অনেকেই গুগল ঘেঁটে দেখেন বটে। কিছুদিন পর মাথা থেকে সব বেরিয়ে যায়। তবে কিছু জিনিস একেবারে মনে গেঁথে থাকে। এর কারণটা খুব মজার। টুথপেস্টের কথাই ধরা যাক। প্রতিদিন সকালে উঠে ব্রাশে পেস্ট লাগানোটা নিত্যদিনের রুটিনের মধ্যেই পড়ে। কিন্তু পেস্টের টিউবের পিছনের রঙ কি কেউ খুঁটিয়ে দেখেন?এককথায় এর উত্তর হল- না। Photo: Social Media
advertisement
advertisement
advertisement
advertisement
আবার অনেক পেস্টের টিউবে লাল দাগ থাকে। খাবারে লাল দাগ দিয়ে নন-ভেজ বোঝানো হয়। তাহলে পেস্টটাও কি আমিষ? না, লাল দাগের অর্থ হল, মিশ্র। মানে এতে প্রাকৃতিক উপাদানের সঙ্গে অনেক ধরনের রাসয়নিকও ব্যবহার করা হয়েছে। একই রকম ভাবে নীল রঙের অর্থ হল, এই পেস্টে প্রাকৃতিক উপাদানের সঙ্গে ওষুধ মেশানো হয়েছে। সবুজ দাগ থাকার অর্থ সেই পেস্ট নিরাপদ। এতে কোনও ওষুধ বা রাসায়নিক ব্যবহার করা হয়নি- যা আছে সবই প্রাকৃতিক উপাদান। Photo- Collected