সম্প্রতি দিল্লি সফরে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নীতীশ। রাজধানীতে দাঁড়িয়ে নীতীশ জানিয়েছিলেন, বিরোধী জোট গঠনের উদ্দেশে তিনি সব নেতানেত্রীর সঙ্গে কথা বলতে চান। ওই সফরে নীতীশের সঙ্গে দেখা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। বিরোধী জোট নিয়ে বাম নেতৃবৃন্দের সঙ্গেও কথা বলেন বিহারের মুখ্যমন্ত্রী।
advertisement
আরও পড়ুন: ভুল হল না মমতার, পৌঁছে গেলেন অভিষেককে নিয়ে! আনন্দে জড়িয়ে ধরলেন রিজওয়ানুরের মা
অখিলেশ যাদব, নবীন পট্টনায়েকের পর এবার নীতীশ কুমার। ফের বিরোধী ঐক্যে শান দিতে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) সুপ্রিমো নীতীশ কুমারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার অর্থাৎ ২৪ তারিখ কলকাতায় আসছেন নীতীশ কুমার। গত মাসে সমাজবাদী পার্টির নেতা তথা মুলায়ম সিংয়ের পুত্র অখিলেশ যাদব দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে কলকাতায় এসে কালীঘাটে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। এরপর ওড়িশা গিয়ে নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর এইচ ডি কুমারস্বামী আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করতে। সব মিলিয়ে বিরোধী ঐক্যে শান দিতে এই বৈঠকগুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে।
একদা এনডিএ-র অন্যতম শরিক জনতা দল (ইউনাইটেড) জোট ছেড়ে বেরিয়ে আসার পরই অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে নীতীশ কুমারের লাগাতার বৈঠক হয়ে চলেছে। কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরেই, আলোচনা চলছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকের৷ কার্যত কে কথা শুরু করবেন তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে৷ এই অবস্থায় নীতীশ কুমার, আলোচনা শুরু করতে চলেছেন বলেই রাজনৈতিক মহলের খবর৷