পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা ২৬ বছর বয়সি এক যুবককে নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সম্প্রতি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল৷ পরে ওই রোগীর লালারসের নমুনা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছিল৷ সেখান থেকেই রিপোর্ট আসে শুক্রবার৷
advertisement
স্বাস্থ্যভবন সূত্রে খবর, প্রথম থেকেই ওই রোগীর উপরে নজর রাখা হচ্ছিল। কিছু কিছু উপসর্গ মিলে গেলেও ওই যুবকের শারীরিক অবস্থার আর কোনও অবনতি হয়নি। তবে পুণে থেকে রিপোর্ট আসার পরে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেল।
আরও পড়ুন:‘S’ দিয়ে শুরু নাম? আপনি কি খুব জেদি..আর কী দোষ আছে আপনার, কী-ই বা গুণ? দেখুন তো মেলে কি না
দক্ষিণ ভারতে হুহু করে ছড়াচ্ছে নিপা ভাইরাস৷ মূলত ফ্রুট ব্যাট নামক বাদুড় থেকেই ছড়ায় এই নিপা ভাইরাস৷ এই ভাইরাস অত্যন্ত সংক্রামক এবং মারণ ক্ষমতাও বেশি৷ এই ভাইরাসের আক্রান্ত হওয়ার লক্ষণগুলি যদিও খুবই সাধারণ৷ তা দেখে সন্দেহের উদ্রেক হওয়ার তেমন কোনও অবকাশই থাকে৷ না৷ জ্বর, গা-হাত পায়ে ব্যথা, পা ফুলে যাওয়া- এ সবই নিপা ভাইরাসের উপসর্গ৷