TRENDING:

Nicco Park News: নিকো পার্কের ওয়াটার পার্কে কী করে হঠাৎ মৃত্যু হল যুবকের! পোস্টমর্টেম রিপোর্টে ভয়ঙ্কর তথ্য! জানা গেল আসল কারণ

Last Updated:

Nicco Park News: মাথার সাইডে সামান্য চোটের কথা বলা হচ্ছে, সেটা মৃত্যুর কারণ নয়। জ্ঞান হারিয়ে পড়ে গিয়ে ওটা লেগে থাকতে পারে বলে মত ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কীভাবে মৃত্যু যুবকের?
কীভাবে মৃত্যু যুবকের?
advertisement

কলকাতা: িকো পার্ক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ময়নাতদন্তের প্রাথমিক অনুসন্ধান সম্পন্ন হয়েছেময়নাতদন্তের রিপোর্ট অনুসারে, ওই যুবকের হার্ট ও অগ্ন্যাশয় তুলনায় বড় ছিলএটা অসুস্থতার লক্ষ্মণঅসুস্থতার কারণেই মৃত‍্যু বলে মনে হয়েছে ময়নাতদন্তকারী বিশেষজ্ঞদের

advertisement

ময়নাতদন্তের রিপোর্টে লেখা হয়েছে, No internal and external injuries and no foul play, অর্থাশরীরের ভিতরেবাইরে কোনও আঘাত নেই।

মাথার সাইডে সামান্য চোটের কথা বলা হচ্ছে, সেটা মৃত্যুর কারণ নয়। জ্ঞান হারিয়ে পড়ে গিয়ে ওটা লেগে থাকতে পারে বলে মত ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞের। রিপোর্ট অনুসারে, ওই যুবকের মৃত‍্যুর কারণ হৃদযন্ত্র বিকল।

advertisement

আরও পড়ুন: নিউটাউনে গরীব-মধ্যবিত্তের জন্য একদম সস্তায় বিলাসবহুল ফ্ল্যাট! সরকারের বড় উদ্যোগ! উদ্বোধন মমতার, কারা পাবেন এই ফ্ল্যাট? কীভাবে পাবেন?

প্রসঙ্গত, বন্ধুদের সঙ্গে নিক্কো পার্কে ঘুরতে গিয়ে বুধবার মৃত্যু হয়েছিল রাহুল দাস নামে এক যুবকের। ওই ঘটনায় এবার ছেলের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ হল পরিবার। নিকো পার্ক কর্তৃপক্ষের দাবি, ওয়াটার পার্কে স্নান করার সময় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যুবকের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তাঁর বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ

advertisement

জানা গিয়েছে, বুধবার বেলা ১১টা নাগাদ সাতজন বন্ধুবান্ধব মিলে নিকো পার্কে আসেন। ওয়াটার পার্কের নায়াগ্রা ফলসের নিচে স্নান করতে নামেন। সূত্রের খবর, পার্ক কর্তৃপক্ষ দেখে বন্ধুবান্ধবরা তাঁকে ধরে জল থেকে তুলে নিয়ে আসছে। তা দেখে পার্ক কর্তৃপক্ষের তরফে ওই যুবকের প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করে। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাতেও শেষরক্ষা হয়নিচিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে যুবকের। অবশেষে ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হল মৃত্যুর কারণ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
Nicco Park News: নিকো পার্কের ওয়াটার পার্কে কী করে হঠাৎ মৃত্যু হল যুবকের! পোস্টমর্টেম রিপোর্টে ভয়ঙ্কর তথ্য! জানা গেল আসল কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল