TRENDING:

পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, পরের বছর কবে হবে এই দুই পরীক্ষা?

Last Updated:

পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, পরের বছর কবে হবে এই দুই পরীক্ষা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অঘোষিত পরবর্তী পরীক্ষার সূচি ৷ মাধ্যমিকের ফলপ্রকাশ অনুষ্ঠানের মতো উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশেও নজিরবিহীন ঘটনা ৷ এখনও পরবর্তী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচির ঘোষণাই হল না !
advertisement

সূত্রের খবর, আগামী বছর পিছোতে পারে মাধ্যমিক ৷ এমনকি উচ্চমাধ্যমিক পরীক্ষাও পিছনোর সম্ভাবনা রয়েছে ৷ নতুন করে পরীক্ষার রুটিন তৈরি করছে পর্ষদ ৷ এখন নতুন রুটিনে মার্চে হতে চলেছে মাধ্যমিক ৷

মাধ্যমিকের মত উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা হলেও, প্রথা মত পরবর্তী পরীক্ষার সূচি ঘোষণা না হওয়ায় বাড়ছে জল্পনা। সূত্রের খবর, আগামী বছর প্রায় এক মাস পিছিয়ে যেতে পারে দুটি পরীক্ষার সূচি। স্কুল শিক্ষা দফতর ইতিমধ্যেই ১৫ মার্চ থেকে ১০-ই এপ্রিলের মধ্যে মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে পরীক্ষা শেষ করতে বলেছে। সেই মত-ই তৈরি হচ্ছে শেডিউল। সাধারণরত ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের শেষে মাধ্যমিক ও মার্চের মাঝামাঝি উচ্চমাধ্যমিক শুরু হয়। দুই বিভাগের কেউ-ই এই নিয়ে মুখ খুলতে চায়নি। উঠে আসছে অন্য সম্ভাবনার কথাও।

advertisement

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই কি পিছোনো হচ্ছে মাধ্যমিক পরীক্ষা? গত বছরেও বিধানসভা নির্বাচনের জেরে প্রায় এক মাস এগিয়ে আনা হয় মাধ্যমিক পরীক্ষা। সাধারণত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পর্ষদ ও সংসদ সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে পরবর্তী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, পরের বছর কবে হবে এই দুই পরীক্ষা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল