TRENDING:

সোনার দোকান থেকেই তোলা হয় স্বর্ণ ব্যবসায়ীকে! সিসিটিভি ফুটেজে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

সিসিটিভি ফুটেজে সামনে এল বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। ব্যবসায়ীকে গত মঙ্গলবার সল্টলেক দত্তাবাদে সোনার দোকান থেকে দুটি গাড়িতে করে তোলা হয়েছিল। ১২টা ৫২নাগাদ তাঁকে অপহরণ করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত বৃহস্পতিবার নিউটাউনের যাত্রাগাছির খালের ধারের ঝোপের ভিতর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়৷ পরে সেই মৃতদেহ শনাক্ত হয়৷ জানা যায়, মৃতের নাম স্বপন পামেল্লা৷ স্বপনবাবু পশ্চিম মেদিনীপুরের নীলদা পোস্ট অফিস এলাকার দিলমাটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন৷ যদিও সল্টলেকের দত্তাবাদ এলাকায় একটি সোনার দোকান ভাড়া নিয়ে চালাতেন তিনি৷ সেখানেই ঘর ভাড়া করে থাকতেন স্বপনবাবু৷ স্বর্ণ ব্যবসায়ী খুনের আপডেট। পুলিশের পক্ষ থেকে বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
এই জায়গা থেকেই উদ্ধার হয় মৃত স্বর্ণব্যবসায়ীর দেহ৷
এই জায়গা থেকেই উদ্ধার হয় মৃত স্বর্ণব্যবসায়ীর দেহ৷
advertisement

সিসিটিভি ফুটেজে সামনে এল বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। ব্যবসায়ীকে গত মঙ্গলবার সল্টলেক দত্তাবাদে সোনার দোকান থেকে দুটি গাড়িতে করে তোলা হয়েছিল। ১২টা ৫২নাগাদ তাঁকে অপহরণ করা হয়। দুপুর ১টা ২০ নাগাদ নিউটাউন এবি ব্লকের ফ্ল্যাটে নিয়ে আসা হয়। ২৮ মিনিটের ব্যবধানে সল্টলেক দত্তাবাদ থেকে নিউটাউনের ফ্ল্যাটে আনা হয়েছিল। সিসি ক্যামেরা ফুটেজে একেবারে স্পষ্ট সবটা।

advertisement

আরও পড়ুন: বৃহস্পতিবার বিহারে প্রথম দফায় ১২১ আসনে ভোট, ভাগ্য নির্ধারণ তেজস্বী সহ ১৩১৪ জন প্রার্থীর

সেরা ভিডিও

আরও দেখুন
মাংস ৬০০ টাকা, ডিম ২০ টাকা! দুর্গাপুরের যুবক চাষ করছেন 'কালি মাসি' মুরগি, দুর্দান্ত ব্যবসা
আরও দেখুন

বিডিও বাড়ির গেটের সামনে ফুটেছে আরও চঞ্চল্যকর তথ্য। যে ফুটেজ বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ফ্রিজ করেছে। সিসি ক্যামেরা ফুটেছে দেখা যাচ্ছে শুধু দু-টো গাড়ি নয়, আরও চারটে বাইক আসে তারা কেউ নিউটাউন সংলগ্ন এলাকার নয় সমস্ত বাইরের নাম্বার প্লেটও বাইরের। এরপরে রাত ৯.১৫ নাগাদ রীতিমতো টেনেহিঁচড়ে চ্যাংদোলা করে ফরচুনার গাড়িতে তোলা হচ্ছে,  সেটাও সিসি ক্যামেরা ফুটেছে স্পষ্ট। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে চিৎকার চেঁচামেচি হয়েছিল, মারধর হয়েছিল। যখন জ্ঞান হারিয়ে যায় তখনই বের করে নিয়ে যাওয়া হয়। আরও কিছু ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে পুলিশ যে রাস্তা দিয়ে যাত্রাগাছি খালপাড়ে গিয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সোনার দোকান থেকেই তোলা হয় স্বর্ণ ব্যবসায়ীকে! সিসিটিভি ফুটেজে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল