প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিউটাউন ইকোপার্কের দিক থেকে বিশ্ব বাংলা গেটের আগে একটি কাটআউট দিয়ে ইউটার্ন নেওয়ার সময় ঘটে দুর্ঘটনাটি। সরকারি বাসটি তখন ডিপোর দিকে যাচ্ছিল। সেই সময় পেছন থেকে স্কুটিতে সজোরে ধাক্কা মারে বাসটি। ধাক্কায় ছিটকে পড়েন বনশ্রী পাল এবং গুরুতর আঘাত পান।
আরও পড়ুনঃ বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে যোগ! ইডির ডাক পেলেন শিখর ধাওয়ান, বড় সমস্যায় ‘গব্বর’!
advertisement
ঘটনার পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউটাউন থানার পুলিশ। বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়। বর্তমানে বাসের চালকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনার জেরে ব্যস্ত সময়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায় এবং সৃষ্টি হয় যানজটের। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই দুর্ঘটনা ফের একবার শহরের ব্যস্ত রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও পথ সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিল। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন।