TRENDING:

Bidhannagar Station: যাত্রীদের জন্য সুখবর, নয়া শৌচালয় নির্মাণ হল বিধাননগর স্টেশনে

Last Updated:

Bidhannagar Station New Toilets: ফাইভ স্টার হোটেলের ধাঁচে বিধাননগর স্টেশনে নয়া শৌচালয় বানাল রেল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: শিয়ালদহ মেইন শাখার অন্যতম ব্যস্ত স্টেশন বিধাননগর। সেখানে যাত্রীদের শৌচালয়ের অভাব বহুদিন ধরেই। যে শৌচালয় কমপ্লেক্সগুলি নির্মিত হয়েছে সেগুলি আধুনিক সরঞ্জাম দিয়ে সাজানো এবং আধুনিক সুবিধা সম্পন্ন। এক নম্বর প্ল্যাটফর্ম এবং চার নম্বর প্ল্যাটফর্মে আধুনিক মানের এই দুটি শৌচালয় চোখ ধাঁধিয়ে যাওয়ার মত। প্রত্যেক শৌচালয়ে সেন্সর-ভিত্তিক অটো-ফ্লাশিং মেকানিজম ব্যবহার করা হয়েছে।
নয়া শৌচালয় নির্মাণ হল বিধাননগর স্টেশনে
নয়া শৌচালয় নির্মাণ হল বিধাননগর স্টেশনে
advertisement

আরও পড়ুন– কলকাতায় তাপমাত্রা ১৮ ডিগ্রি, রাজ্য জুড়েই শীতের আমেজ, কোথায় কতটা পারদ পতন ? জেনে নিন

কমপ্লেক্সের মেঝেতে অ্যান্টি-স্কিড ফ্লোর টাইলস স্থাপন করা হয়েছে। অনেকটা জায়গা জুড়ে তৈরি হওয়ার ফলে প্রতিটি ইউরিনাল সেকশন প্রশস্ত হয়েছে। একসঙ্গে ১০ জন ব্যক্তি ব্যবহার করতে পারবেন। ফলে ব্যস্ত সময়ে ভিড় কমবে এবং যাত্রীরা সহজেই ট্রেন ধরতে পারবেন বলে দাবি রেলের। মসৃণ চলাচল নিশ্চিত হবে। জলের যাতে কোনও অসুবিধা না হয় সে কারণে উচুঁ মানের পোরসেলিন বেসিন তৈরি করা হয়েছে। জল জমা আটকাতে উন্নত মানের ড্রেনেজ সিস্টেম ব্যবহার করা হয়েছে।

advertisement

আরও পড়ুন– Chanakya Neeti: পুরুষরা কেন স্ত্রীকে ছেড়ে অন্য মহিলার প্রেমে পড়েন? আচার্য্য চাণক্য যে সব কারণ বলে গিয়েছেন দেখে নিন

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিধাননগর রোড স্টেশনের এই নতুন শৌচালয় কমপ্লেক্সগুলি যাত্রীসেবার মান বাড়ানোর প্রকল্পের মধ্যে একটি। কলকাতা শহরের অন্যতম ব্যস্ত স্টেশন হিসেবে বিধাননগর রোড স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন, এবং তাদের আরামদায়ক যাত্রা নিশ্চিত করার জন্য শৌচাগারের উন্নয়ন অত্যন্ত প্রয়োজনীয় ছিল। নতুন শৌচাগারটি আধুনিক বাথরুম ফিটিংস এবং স্বচ্ছতা বজায় রেখে নির্মাণ করা হয়েছে, যাতে যাত্রীদের নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা হয়।নতুন শৌচাগারটি সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে তৈরি, যেখানে রয়েছে উন্নত বাথরুম ফিটিংস, যেমন সেরামিক টাইলস, আধুনিক ওয়াটার সিস্টেম, স্যানিটারি উপকরণ, এবং পরিবেশবান্ধব ডিজাইন। এতে যাত্রীদের সুবিধার জন্য পরিষ্কার ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

advertisement

আরও পড়ুন– Love Horoscope, November 20, 2024: দেখে নিন কেমন যাবে আজকের প্রেমজীবন; জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

শৌচাগারটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কম সময়ের মধ্যে পরিষ্কার রাখা সম্ভব হয়, ফলে যাত্রীদের জন্য একটি স্বাস্থ্যকর অভিজ্ঞতা প্রদান করা সম্ভব। নতুন শৌচাগারটি ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে সর্বোচ্চ সংখ্যক যাত্রী একই সময়ে ব্যবহার করতে পারেন। এতে ভিন্ন ভিন্ন বিভাগের শৌচাগার রয়েছে, পুরুষ, মহিলা এবং বিশেষ চাহিদাযুক্ত মানুষের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। ফলে, বিধাননগর রোড স্টেশনে আসা সমস্ত যাত্রীদের জন্য সহজেই সুবিধা পাওয়া সম্ভব। একই সঙ্গে, শৌচাগারের অভ্যন্তরে পর্যাপ্ত আলো, বায়ুপ্রবাহের ব্যবস্থা এবং প্রয়োজনীয় অন্যান্য সুবিধা রয়েছে, যা যাত্রীদের আরও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা দেবে। শৌচাগারের বাইরে কিছু প্রয়োজনীয় নির্দেশনা সাইনবোর্ডও রয়েছে, যাতে যাত্রীরা সহজেই সঠিক স্থানে পৌঁছাতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bidhannagar Station: যাত্রীদের জন্য সুখবর, নয়া শৌচালয় নির্মাণ হল বিধাননগর স্টেশনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল