আরও পড়ুন- হরিদেবপুরের পর আবার, রাজাবাজারের রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের
রাজারহাট-গোপালপুর এলাকায় মিশ্র ভাষাভাষীর মানুষ বসবাস করেন। একদিকে যেমন বহুতল আছে, অন্যদিকে তেমনই আছে মধ্যবিত্ত মানুষের বাস। আছেন পিছিয়ে পড়ামানুষও৷ এই অবস্থায় সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে যেতে হেল্পলাইন চালু করলেন অদিতি। ৬২৮৯৮৯৬৬৫৮ এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করলেই বাসিন্দারা কথা বলতে পারবেন বিধায়কের সঙ্গে।
advertisement
অদিতি মুন্সি একাধারে বিধায়ক, শিল্পী। তবে নিয়ম করে তিনি তাঁর বিধানসভা এলাকায় অফিসে বসেন। সেখানে বহু মানুষ তাঁর সঙ্গে যোগাযোগ রাখেন। যদিও সব স্তরের মানুষ প্রতি মুহূর্তে যোগাযোগ রাখতে পারেন এমনটা নয়। তাই এই হেল্পলাইন চালু করলেই সব মানুষের সাথে সহজ ভাবে যোগাযোগ রাখা যাবে বলে দাবি নেতৃত্বের। এই বিধানসভা এলাকার মধ্যে বিধাননগর পুরসভার একাধিক ওয়ার্ড আছে। ফলে পুর এলাকার মানুষের চাহিদাও বোঝা যাবে এই কর্মসূচির মাধ্যমে। রাজ্যে আগামী বছর পঞ্চায়েত ভোট। রাজারহাট গোপালপুর পুরসভা এলাকার মধ্যে বেশ কয়েকটি পঞ্চায়েত আছে। ফলে এখন থেকেই সেই প্রস্তুতিও এই নিবিড় জনসংযোগের মাধ্যমে জেনে নেওয়া যাবে।
তৃণমূল কংগ্রেস রাজ্য সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, "আমরা সারাবছর মানুষের পাশেই থাকি৷ বিরোধীরা যতই চেষ্টা করুন, তাঁরা আমাদের জনসংযোগের ধারে কাছে নেই। মানুষ আমাদের পাশেই আছেন।"