TRENDING:

Aditi Munshi || রাজারহাট গোপালপুরের মানুষের জন্য বিরাট সুখবর! নতুন প্রকল্প চালু করলেন বিধায়ক অদিতি মুন্সি

Last Updated:

Aditi Munshi || সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে যেতে হেল্পলাইন চালু করলেন অদিতি। ৬২৮৯৮৯৬৬৫৮ এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করলেই বাসিন্দারা কথা বলতে পারবেন বিধায়কের সঙ্গে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: 'দিদিকে বলো'র ধাঁচে এবার 'আমার কথা বিধায়কের কাছে'। রাজারহাট গোপালপুরের মানুষের জন্যে এই কর্মসূচি চালু করছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক অদিতি মুন্সি। বিধায়ক জানিয়েছেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আমরা এগিয়ে চলেছি প্রতিনিয়ত। তাঁর দেখানো পথে অনুপ্রাণিত হয়ে আমরা পৌঁছতে পেরেছি সর্বসাধারণের হৃদয়ে৷ তাই আরও একবার এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এগিয়ে এল রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্র। এখন থেকে আপনাদের সকল কথা দিনের যে কোনও সময় আপনার বিধায়ককে  জানান নির্দ্বিধায়। আমরা  আপনার পাশে আছি। আপনাদের হাত ধরে এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় উন্নয়নের আরেক নাম হোক রাজারহাট-গোপালপুর।"
advertisement

আরও পড়ুন-  হরিদেবপুরের পর আবার, রাজাবাজারের রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের

রাজারহাট-গোপালপুর এলাকায় মিশ্র ভাষাভাষীর মানুষ বসবাস করেন। একদিকে যেমন বহুতল আছে, অন্যদিকে তেমনই আছে মধ্যবিত্ত মানুষের বাস। আছেন পিছিয়ে পড়ামানুষও৷ এই অবস্থায় সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে যেতে হেল্পলাইন চালু করলেন অদিতি। ৬২৮৯৮৯৬৬৫৮ এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করলেই বাসিন্দারা কথা বলতে পারবেন বিধায়কের সঙ্গে।

advertisement

অদিতি মুন্সি একাধারে বিধায়ক, শিল্পী। তবে নিয়ম করে তিনি তাঁর বিধানসভা এলাকায় অফিসে বসেন। সেখানে বহু মানুষ তাঁর সঙ্গে যোগাযোগ রাখেন। যদিও সব স্তরের মানুষ প্রতি মুহূর্তে যোগাযোগ রাখতে পারেন এমনটা নয়। তাই এই হেল্পলাইন চালু করলেই সব মানুষের সাথে সহজ ভাবে যোগাযোগ রাখা যাবে বলে দাবি নেতৃত্বের। এই বিধানসভা এলাকার মধ্যে বিধাননগর পুরসভার একাধিক ওয়ার্ড আছে। ফলে পুর এলাকার মানুষের চাহিদাও বোঝা যাবে এই কর্মসূচির মাধ্যমে। রাজ্যে আগামী বছর পঞ্চায়েত ভোট। রাজারহাট গোপালপুর পুরসভা এলাকার মধ্যে বেশ কয়েকটি পঞ্চায়েত আছে। ফলে এখন থেকেই সেই প্রস্তুতিও এই নিবিড় জনসংযোগের মাধ্যমে জেনে নেওয়া যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তৃণমূল কংগ্রেস রাজ্য সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, "আমরা সারাবছর মানুষের পাশেই থাকি৷ বিরোধীরা যতই চেষ্টা করুন, তাঁরা আমাদের জনসংযোগের ধারে কাছে নেই। মানুষ আমাদের পাশেই আছেন।"

বাংলা খবর/ খবর/কলকাতা/
Aditi Munshi || রাজারহাট গোপালপুরের মানুষের জন্য বিরাট সুখবর! নতুন প্রকল্প চালু করলেন বিধায়ক অদিতি মুন্সি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল