Teenager electrocuted in Kolkata: হরিদেবপুরের পর আবার, রাজাবাজারের রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের

Last Updated:

এ দিন সন্ধ্যায় কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি নামে৷ জানা গিয়েছে, বৃষ্টির মধ্যেই রাস্তায় খেলছিল ওই কিশোর৷

এই খুঁটিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর৷
এই খুঁটিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর৷
#কলকাতা: হরিদেবপুরের ঘটনার রেশ কাটল না৷ বৃষ্টি হতেই ফের কলকাতার রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের৷ এ দিন সন্ধ্যায় রাজাবাজার এলাকার রাজা রাজ নারায়ণ স্ট্রিটে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে৷ মৃত কিশোরের নাম মহম্মদ ফাইজান৷
এ দিন সন্ধ্যায় কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি নামে৷ মৃত কিশোরের বাবা পড়ে দাবি করেন, সন্ধেবেলা টিউশন পড়ে ফিরছিল ওই কিশোর৷ বৃষ্টির কারণে গলিতে জল জমে ছিল৷ বিদ্যুতের খুঁটির কাছে জমা জলে পা দিতেই  তাঁর ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হন বলে দাবি মৃতের বাবার৷
সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়ে ওই কিশোর৷ কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বুঝতে পেরে স্থানীয়রাই তাঁকে উদ্ধারের চেষ্টা করে৷ শেষ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কিশোরকে উদ্ধার করা হয়৷
advertisement
advertisement
প্রথমে কিশোরকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ স্থানীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তীর দাবি, হাসপাতালেই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
গত রবিবার হরিদেবপুরে অনেকটা একই ভাবে বিদ্যুতের খুঁটিতে হাত লেগে মৃত্যু হয় এক কিশোরের৷ সেই ঘটনার পর এক সপ্তাহ কাটতে না কাটতেই একই ভাবে প্রাণ গেল আর এক কিশোরের৷ ফলে হরিদেবপুরের ঘটনার পর মেয়র ফিরহাদ হাকিম কড়া পদক্ষেপের বার্তা দিলেও পুরসভা এবং সিইএসসি-র নজরদারি নিয়ে আবারও গুরুতর প্রশ্ন উঠে গেল৷
advertisement
হরিদেবপুরের ঘটনার পর প্রায় গোটা শহর জুড়ে ছড়িয়ে থাকা বিপজ্জনক বিদ্যুতের খুঁটি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল৷ বৃষ্টি হলেই যে বিপদ বাড়বে, তেমন আশঙ্কাও ছিল৷ রাজাবাজারের ঘটনা সেই আশঙ্কাকেই সত্যি প্রমাণ করল৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Teenager electrocuted in Kolkata: হরিদেবপুরের পর আবার, রাজাবাজারের রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement