নবান্ন সূত্রে খবর, মূলত কনস্টেবল ও সাদা পোশাকের পুলিশ, যাঁরা নবান্নের বিভিন্ন ফ্লোরে ডিউটিতে থাকেন, তাদের মোবাইল ফোন ব্যবহার করতে বারণ করা হয়েছে। মূলত যারা রেগুলার ডিউটিতে থাকেন, তাঁদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য বলে জানা গিয়েছে। তারা যখন নবান্নে ডিউটিতে ঢুকবেন তখন ফোন জমা দেবেন। যদি কোন বিশেষ প্রয়োজন পড়ে তাহলে উর্ধ্বতন অফিসারের অনুমতি নিয়ে তারা ফোন ব্যবহার করতে পারবেন। এমনটাই তাদের বলা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
advertisement
আরও পড়ুন: রাতে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে যুবক, বড়সড় পদক্ষেপ এবার! অভিযুক্তেরও আজব দাবি
মঙ্গলবার সকালে কলকাতা পুলিশের কনস্টেবল ও সাদা পোশাকের পুলিশরা যখন নবান্নে ডিউটিতে ঢোকেন, তখন তাঁদের ফোন জমা দিতে বলা হয়। মূলত নবান্নর ভিতরের ও নবান্ন চত্বরে নিরাপত্তার দায়িত্বে কলকাতা পুলিশ। তাদের জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: হঠাৎ করেই প্রবলভাবে করোনার থাবা, উত্তরের এই জেলা এখন আতঙ্কে কাঁপছে
প্রসঙ্গত, পরিস্থিতি অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্নের নিরাপত্তা ব্যবস্থা। দেখা হচ্ছে, সেখানে কটা সিসিটিভি রয়েছে, সেগুলি ঠিকমতো কাজ করে কিনা। নবান্নে অনেকগুলি গেট রয়েছে, কোন গেট দিয়ে কারা ঢুকছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। যে ভিজিটরসরা আসছেন, তাঁদের নাম, ঠিকানা, পরিচয়পত্র সঠিক ভাবে দেখা হচ্ছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে এই নিরাপত্তা অভিযানে। পাশাপাশি দেখা হচ্ছে, নবান্নের লগ-বুক ঠিক করে রাখা হচ্ছে কি না।