TRENDING:

Airport Howrah Bus Service: মাঝপথে যাত্রী ওঠানামা নয়, বিমানবন্দর- হাওড়ার মধ্যে শুরু সরকারি এসি বাস পরিষেবা

Last Updated:

এতদিন বিমানবন্দর এবং হাওড়ার মধ্যে সরকারি এসি বাস পরিষেবা থাকলেও তা অন্যান্য বাসের মতো বিভিন্ন স্টপেজে থামতে থামতে যেত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অনুুুপ চক্রবর্তী, কলকাতা: বিমানবন্দর থেকে মাত্র এক ঘণ্টাতেই হাওড়া স্টেশনে৷ ভাড়া মাথাপিছু একশো টাকা৷ দমদম বিমানবন্দর এবং হাওড়ার মধ্যে যাত্রী পরিষেবার জন্য আজ থেকে এই বিশেষ এসি শাটল বাস পরিষেবা শুরু করল রাজ্য পরিবহণ নিগম৷
advertisement

এই বাসের বৈশিষ্ট্য হল, বিমানবন্দ র থেকে হাওড়ার মধ্যে মাঝপথে কোথাও যাত্রী ওঠানামা করতে পারবেন না৷ ফলে অন্যান্য বাসের থেকে অনেক কম সময়ে বিমানবন্দর থেকে হাওড়া স্টেশন পৌঁছনো যাবে বা ফিরতি পথে বিমানবন্দরে আসা যাবে৷ এ দিন বিমানবন্দরে এই পরিষেবার উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম৷

আরও পড়ুন: অবসর নেবে হাজার হাজার বাস-ট্যাক্সি, গণপরিবহণের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রাজ্য

advertisement

ভবিষ্যতে মেট্রো পথে হাওড়া এবং বিমানবন্দরের মধ্যে সংযোগ স্থাপন হবে৷ কিন্তু সেই পরিষেবা শুরু হতে এখনও েবশ কয়েক বছর৷ অথচ এ রাজ্য তো বটেই, ভিন রাজ্যের বহু যাত্রীও বিমানবন্দরে নেমে হাওড়া স্টেশনে ট্রেন ধরতে যান৷ একই ভাবে ট্রেনে হাওড়ায় পৌঁছে বিমান ধরতে আসেন বহু যাত্রী৷

আরও পড়ুন: উপার্জন বাড়াতে বিকল্প পথ, খুব শীঘ্র বড় পরিবর্তন কলকাতা মেট্রোরেল পরিষেবায়

advertisement

এতদিন বিমানবন্দর এবং হাওড়ার মধ্যে সরকারি এসি বাস পরিষেবা থাকলেও তা অন্যান্য বাসের মতো বিভিন্ন স্টপেজে থামতে থামতে যেত৷ ফলে সময় লাগত অনেকটাই৷ এই সমস্ত বিষয় মাথায় রেখেই ASS1 রুটের এই শাটল বাস পরিষেবা শুরু করা হল৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বিমানবন্দর থেকে কৈখালী-উল্টোডাঙা-কাঁকুরগাছি-গিরিশ পার্ক-চিত্তরঞ্জন এভেনিউ-ধর্মতলা-বিবাদী বাগ হয়ে হাওড়া স্টেশনে পৌঁছবে এই সরকারি বাস৷ ফিরবেও একই রুটে। মাঝে শুধু এসপ্ল্যানেডে তিন মিনিটের জন্য এল ২০ বাসস্ট্যান্ডের কাছে থামবে বাস৷ আপাতত দু'টি ইলেক্ট্রিক বাস দিয়ে এই পরিষেবা শুরু হচ্ছে৷ রুট জনপ্রিয় হলে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে৷ ভোর থেকে বেশি রাত পর্যন্ত পরিষেবা মিলবে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Airport Howrah Bus Service: মাঝপথে যাত্রী ওঠানামা নয়, বিমানবন্দর- হাওড়ার মধ্যে শুরু সরকারি এসি বাস পরিষেবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল