এই বাসের বৈশিষ্ট্য হল, বিমানবন্দ র থেকে হাওড়ার মধ্যে মাঝপথে কোথাও যাত্রী ওঠানামা করতে পারবেন না৷ ফলে অন্যান্য বাসের থেকে অনেক কম সময়ে বিমানবন্দর থেকে হাওড়া স্টেশন পৌঁছনো যাবে বা ফিরতি পথে বিমানবন্দরে আসা যাবে৷ এ দিন বিমানবন্দরে এই পরিষেবার উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম৷
আরও পড়ুন: অবসর নেবে হাজার হাজার বাস-ট্যাক্সি, গণপরিবহণের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রাজ্য
advertisement
ভবিষ্যতে মেট্রো পথে হাওড়া এবং বিমানবন্দরের মধ্যে সংযোগ স্থাপন হবে৷ কিন্তু সেই পরিষেবা শুরু হতে এখনও েবশ কয়েক বছর৷ অথচ এ রাজ্য তো বটেই, ভিন রাজ্যের বহু যাত্রীও বিমানবন্দরে নেমে হাওড়া স্টেশনে ট্রেন ধরতে যান৷ একই ভাবে ট্রেনে হাওড়ায় পৌঁছে বিমান ধরতে আসেন বহু যাত্রী৷
আরও পড়ুন: উপার্জন বাড়াতে বিকল্প পথ, খুব শীঘ্র বড় পরিবর্তন কলকাতা মেট্রোরেল পরিষেবায়
এতদিন বিমানবন্দর এবং হাওড়ার মধ্যে সরকারি এসি বাস পরিষেবা থাকলেও তা অন্যান্য বাসের মতো বিভিন্ন স্টপেজে থামতে থামতে যেত৷ ফলে সময় লাগত অনেকটাই৷ এই সমস্ত বিষয় মাথায় রেখেই ASS1 রুটের এই শাটল বাস পরিষেবা শুরু করা হল৷
বিমানবন্দর থেকে কৈখালী-উল্টোডাঙা-কাঁকুরগাছি-গিরিশ পার্ক-চিত্তরঞ্জন এভেনিউ-ধর্মতলা-বিবাদী বাগ হয়ে হাওড়া স্টেশনে পৌঁছবে এই সরকারি বাস৷ ফিরবেও একই রুটে। মাঝে শুধু এসপ্ল্যানেডে তিন মিনিটের জন্য এল ২০ বাসস্ট্যান্ডের কাছে থামবে বাস৷ আপাতত দু'টি ইলেক্ট্রিক বাস দিয়ে এই পরিষেবা শুরু হচ্ছে৷ রুট জনপ্রিয় হলে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে৷ ভোর থেকে বেশি রাত পর্যন্ত পরিষেবা মিলবে৷