উপরাষ্ট্রপতি পদের জন্য এডিএ-র প্রার্থী হয়েছেন পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল পদ থেকে সরে দাঁড়াতে তিনি পদত্যাগপত্র দিয়েছেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। শনিবারই দেশের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে জগদীপ ধনখড়ের নাম জানিয়েছে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট। তারপর গতকাল নিজের পদত্যাগপত্র জমা দেন জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, সেই পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
advertisement
আরও পড়ুন: সঙ্গীত দুনিয়ায় ফের নক্ষত্র পতন, প্রয়াত গজলশিল্পী ভূপিন্দর সিং!
এরপরই রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হচ্ছে। যতদিন না স্থায়ী কাউকে দায়িত্ব দেওয়া হয় পশ্চিমবঙ্গে রাজ্যপালের দায়িত্ব সামলাবেন গণেশনই।
আরও পড়ুন: বীভৎস মেঘ ভাঙা বৃষ্টি! তছনছ হয়ে গেল শিমলা, ভয়াবহতার ভাইরাল ভিডিও
লা গণেশন বাংলার রাজ্যপালের দায়িত্বে আসতেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা বাংলার প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং সমস্ত রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।