TRENDING:

New Governor of West Bengal: পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথ নিলেন লা গণেশন, ফুল-উত্তরীয়তে স্বাগত মুখ্যমন্ত্রীর

Last Updated:

New Governor of West Bengal: উপরাষ্ট্রপতি পদের জন্য এডিএ-র প্রার্থী হয়েছেন পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। এরপরই রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন লা গণেশন। তিনি বর্তমানে মণিপুরের রাজ্যপালের দায়িত্বে রয়েছেন। নতুন স্থায়ী রাজ্যপাল না নিযুক্ত হওয়া পর্যন্ত তিনিই আপাতত মণিপুরের পাশাপাশি বাংলার দায়িত্বও সামলাবেন বলে জানা গিয়েছে। সোমবার নতুন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করালেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরীয় ও ফুল দিয়ে নতুন রাজ্যপালকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। রাজভবনে সম্পন্ন হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান।
নতুন রাজ্যপালের শপথ
নতুন রাজ্যপালের শপথ
advertisement

উপরাষ্ট্রপতি পদের জন্য এডিএ-র প্রার্থী হয়েছেন পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল পদ থেকে সরে দাঁড়াতে তিনি পদত্যাগপত্র দিয়েছেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। শনিবারই দেশের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে জগদীপ ধনখড়ের নাম জানিয়েছে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট। তারপর গতকাল নিজের পদত্যাগপত্র জমা দেন জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, সেই পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

advertisement

আরও পড়ুন: সঙ্গীত দুনিয়ায় ফের নক্ষত্র পতন, প্রয়াত গজলশিল্পী ভূপিন্দর সিং!

এরপরই রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হচ্ছে। যতদিন না স্থায়ী কাউকে দায়িত্ব দেওয়া হয় পশ্চিমবঙ্গে রাজ্যপালের দায়িত্ব সামলাবেন গণেশনই।

আরও পড়ুন: বীভৎস মেঘ ভাঙা বৃষ্টি! তছনছ হয়ে গেল শিমলা, ভয়াবহতার ভাইরাল ভিডিও

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

লা গণেশন বাংলার রাজ্যপালের দায়িত্বে আসতেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা বাংলার প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং সমস্ত রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বাংলা খবর/ খবর/কলকাতা/
New Governor of West Bengal: পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথ নিলেন লা গণেশন, ফুল-উত্তরীয়তে স্বাগত মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল