১ মার্চ থেকে ৬ শতাংশ হারে ডি এ পাবেন কর্মীরা। ২০২১ সালে জানুয়ারি মাসে ৩ শতাংশ হারে ডিএ বাড়িয়েছিল রাজ্য সরকার। এবারের বাজেটে আরও ৩ শতাংশ যুক্ত হয়েছে। তাই মার্চ মাস থেকে ছয় শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। যদিও শুক্রবারের এই বিজ্ঞপ্তির পরেও ক্ষোভ কমেনি রাজ্য সরকারের কর্মচারীদের।
advertisement
আরও পড়ুন: বড় খবর! Group D-এর ১, ৯১১ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SSC-র, দ্রুত নিয়োগের তোড়জোড়
এর আগে ডিএ- এর দাবিতে ২১ ও ২২ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে দুদিনের কর্ম বিরতি পালন করেছেন সংগ্রামী যৌথ মঞ্চে সদস্যরা। শুধু তাই নয়, ডিএ- এর দাবিতে আগামী ১০ মার্চ প্রশাসনিক ধর্মঘটের ডাকও দিয়েছেন তাঁরা। এ দিনের বিজ্ঞপ্তি পরামর্শ সরকারি কর্মচারীদের একাংশ তাঁদের আন্দোলন জারি করার পক্ষেই মত দিয়েছেন। যদিও তৃণমূলের সরকারি কর্মচারীদের সংগঠনের কথায় "সুপ্রিম কোর্টে ডি এ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। তাই তার আগে কোন মন্তব্য করা উচিত নয়।"
যদিও কর্মবিরতির দিনে সরকারি কর্মচারীরা যাতে অফিসে উপস্থিত থাকেন তার জন্য রাজ্য অর্থ দফতর নির্দেশিকা জারি করেছিল। নির্দেশিকায় অর্থ দফতর জানিয়েছিল যদি ২১ ও ২২ ফেব্রুয়ারি কোনও সরকারি কর্মচারী অনুপস্থিত থাকেন তাহলে ব্রেক সার্ভিস হবে তাঁর। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে শোকজ করা হবে। শো কজের উত্তর যথাযথ না দিতে পারলে বিভাগীয় তদন্তের সম্মুখীন হতে হবে ওই কর্মীকে। গোটা প্রক্রিয়াটি ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।