স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে ৫১,৬৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে৷ আগের দিনের তুলনায় যে সংখ্যাটা ছিল ৭১ হাজারের বেশি৷ ফলে আক্রান্তের সংখ্যা অনেকটা কমলেও তাতে স্বস্তির কারণ দেখছেন না বিশেষজ্ঞরা৷ কারণ পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৩৭.৩২ শতাংশ৷ গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৬ জনের মৃত্যু হয়েছে৷
advertisement
আরও পড়ুন: কলকাতার কোন ওয়ার্ডে করোনা সংক্রমণ প্রায় ঘরে ঘরে! তালিকা দিল রাজ্য সরকার
৷ উত্তর চব্বিশ পরগণায় আক্রান্তের সংখ্যা ৪,২৯৭ জন৷ হাওড়াতেও একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬২৫ জন৷
আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে বাড়িতে? এই নম্বরে যোগাযোগ করলেই খাবার পাঠাবে সরকার! জানুন বিস্তারিত...
দক্ষিণ চব্বিশ পরগণা এবং পশ্চিম বর্ধমানেও গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ৷ হুগলিতেও চব্বিশ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা হাজার ছুঁই ছুঁই৷
করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে গত কয়েকদিন ধরে বেশ কিছু বিধিনিষেধ জারি হয়েছে রাজ্যে৷ স্থানীয় ভাবে বহু জায়গাতেই বাজার বন্ধ রাখার মতো কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে৷ তার পরেও সংক্রমণের হারে লাগাম টানা যাচ্ছে না৷ ফলে করোনা পরিস্থিতি নিয়ে প্রতিদিনই উদ্বেগ বাড়ছে রাজ্য প্রশাসনের৷ বিশেষত এখনও এক শ্রেণির মানুষের মধ্যে যে অসচেতনতার ছবি দেখা যাচ্ছে, তাতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ বাড়ছে৷