মূলত এই রোস্টার তৈরি করা হয় কোন কোন ক্যাটাগরিতে কত সংখ্যক শূন্যপদ থাকবে তা তালিকা তৈরীর জন্য। অর্থাৎ তফশিলি জাতি, উপজাতি, ওবিসি এ, ওবিসি বি, এই ক্যাটাগরিগুলিতে কত সংখ্যক করে শূন্যপদ থাকবে তার তালিকা তৈরির জন্যই অনগ্রসর কল্যাণ দফতরকে পাঠানো হয়েছিল। সেই ছাড়পত্র এদিন দিল অনগ্রসর কল্যাণ দফতর। মূলত নবম-দশম, একাদশ-দ্বাদশ , প্রধান শিক্ষক-প্রধান শিক্ষিকা নিয়োগের জন্য এই রোস্টার তৈরি করতে বলা হয়েছিল। অবশেষে এই রোস্টারে ছাড়পত্র দেওয়ায় এ বার নয়া নিয়োগে বিজ্ঞাপন খুব শীঘ্রই দিতে চলেছে রাজ্য বলেই জানা গিয়েছে। আগামী সপ্তাহের শুরুতেই নয়া নিয়োগের জন্য বিধি চূড়ান্ত করার বিষয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
আরও পড়ুন: ৫৮০০০ বেআইনি চাকরি! পাওয়া গিয়েছে সমস্ত প্রমাণ, মানিকের বিরুদ্ধে বিস্ফোরক ইডি
আরও পড়ুন: নৈহাটি স্টেশনে ব্যাগের মধ্যে লক্ষ লক্ষ টাকা! অভিযুক্তের পরিচয়ে চমকে উঠল পুলিশ
সূত্রের খবর ইতিমধ্যেই নবম-দশম, একাদশ- দ্বাদশ ও প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিধি প্রস্তুত করে ফেলেছে স্কুল সার্ভিস কমিশন। সেই বিধি বিজ্ঞপ্তি আকারে স্কুল শিক্ষা দফতর জারি করার পরপরই স্কুল সার্ভিস কমিশন এই ২২ হাজার শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেবে।
নভেম্বরের শুরুতেই সেই সম্ভাবনা থাকতে বলেই স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর। তবে আপাতত সেই বিস্তারিত রোস্টার এসএসসিকে পাঠাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি স্কুল শিক্ষা দফতরকেও পাঠানো হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। মনে করা হচ্ছে পঞ্চায়েত ভোটের আগেই স্কুল সার্ভিস কমিশন ও নয়া শিক্ষক নিয়োগে বিজ্ঞাপন দিতে চলেছে। শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তদন্ত করছে।
সম্প্রতি শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য যে শিক্ষক নিয়োগের জন্য যে প্রস্তুত বারবার তা বলেছেন। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর নবম - দশম স্তরে ১৩৮৪২, একাদশ - দ্বাদশ স্তরে ৫৫২৭, প্রধান শিক্ষক নিয়োগের জন্য ২৩২৫টি শূন্যপদ রয়েছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়