TRENDING:

নেপালে আটকে পড়া পর্যটকদের জন্য চালু হল রাজ্য পুলিশের হেল্পলাইন, ভাল করে দেখে নিন

Last Updated:

আপনি বা আপনার পরিচিত কেউ যদি দার্জিলিং জেলার পানিট্যাঙ্কি বা পশুপতি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে চান, সহায়তার জন্য নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নেপালে আটকে পড়া পর্যটকদের জন্য চালু হল রাজ্য পুলিশের হেল্পলাইন। পশ্চিমবঙ্গ পুলিশ নেপালে আটকে পড়া পর্যটকদের সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করেছে। আপনি বা আপনার পরিচিত কেউ যদি দার্জিলিং জেলার পানিট্যাঙ্কি বা পশুপতি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে চান, সহায়তার জন্য নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন।
Photo: AP
Photo: AP
advertisement

মোবাইল / হোয়াটসঅ্যাপ নম্বর: ৯১৪৭৮৮৯০৭৮

ল্যান্ডলাইন নম্বর: ০৩৫৪-২২৫২০৫৭

মঙ্গলবার জনতার বিক্ষোভে উত্তাল হয়েছিল এভারেস্টের দেশ নেপাল। আর সেই বিক্ষোভের মুখে মাথা নত করে পদত্যাগ করেছেন সে দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সোশ্যাল মিডিয়া ব্যান ঘিরে ১৯ জনের মৃত্যু পর কিছুটা হলেও শান্ত হয়েছে। এরপর থেকেই বন্ধ রাখা হয়েছিল নেপালের ত্রিভুবন বিমানবন্দর। মঙ্গলবার রাত দশটা থেকে দেশে আইন-শৃঙ্খলা বজায় রাখতে পথে নামে সেনা। বিমানবন্দরের দখল নিয়েছিল সেনাবাহিনী। বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল বুধবার বিমান চলাচল স্বাভাবিক হয়েছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন- হাসপাতালে রোহিত শর্মা, মাঝরাতে কী হল ভারতীয় ক্যাপ্টেনের! ওজন কমিয়ে বাড়ল বিপদ!

ওলির পদত্যাগের পর দেশের অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার জন্য তরুণ প্রজন্ম বেছে নিয়েছে সুশীলা কার্কিকে। ভারতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে সুশীলার। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে (BHU) পড়াশোনা করেছেন তিনি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
নেপালে আটকে পড়া পর্যটকদের জন্য চালু হল রাজ্য পুলিশের হেল্পলাইন, ভাল করে দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল