বিশ্বকর্মা পুজোর দিনও একই ঘটনা ঘটে। রাস্তায় বাস, অটো, ট্যাক্সি নামমাত্র৷ তার উপরে মেট্রোয় গন্ডগোল৷ হাওড়া স্টেশনে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় মেট্রো থেকে৷ জানা গিয়েছে, সিগন্যালিং ফেলের সমস্যার কারণে ২ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ ছিল মেট্রোর গ্রিন লাইন অর্থাৎ, হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর V মেট্রো পরিষেবা৷
আরও পড়ুনঃ “আর কিছু নাম উঠে এলে তাদেরও…!” যাদবপুরের ছাত্রীর মৃত্যুর তদন্তভার নিয়েই যা জানালেন হোমিসাইড শাখা
advertisement
আরও পড়ুনঃ জেটির মাঝখানে নদীর চরে জমেছে বৃষ্টির জল, ডুবে মৃত্যু হল দুই শিশুর!
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আধিকারিকদের তরফ থেকে ঘোষণা করা হয়, যান্ত্রিক গোলযোগের কারণে হাওড়া থেকে শিয়ালদহ মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ। চূড়ান্ত হয়রানির শিকার হন নিত্যযাত্রীরা। হাওড়া মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের সামনে বিক্ষোভ দেখান যাত্রীরা৷