এদিন নওশাদ অধিবেশনে যোগ দেওয়ায় বিধানসভার সবচেয়ে বড় আকর্ষণ যে তিনিই হবেন তা একবাক্যে মেনে নিয়েছেন তৃণমূল–বিজেপি সবপক্ষই। অন্যদিকে, এদিনই ফুরফুরা শরিফে একটি অনুষ্ঠানও ছিল। কিন্তু, সেই অনুষ্ঠানে যোগ না দিয়ে এদিন বিধানসভার অধিবেশনে যোগ দিতে আসেন ফুরফরার এই পিরজাদা। অধিবেশন কক্ষে ঢোকার আগে তিনি বলেন, "আমি মানুষের কথা বলব৷ আমি আমার কথা বলব৷ আমার সাথে কী হয়েছে, আমি তাই বলব।"
advertisement
আরও পড়ুন: KYC চেয়ে SMS, আর এসএমএসের লিঙ্কে ক্লিক করতেই লক্ষ লক্ষ টাকা গায়েব! সাবধান কিন্তু..
গত ২১ জানুয়ারি আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে অশান্ত হয়ে উঠেছিল ধর্মতলা৷ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আইএসএফ সমর্থকরা৷ ওই ঘটনার পরই ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ দলের বহু নেতা, কর্মীকে গ্রেফতার করে পুলিশ৷ তার পর থেকে টানা পুলিশ এবং জেল হেফাজতে ছিলেন আইএসএফ বিধায়ক৷ আদালতে বার বারই নওশাদের জামিনের বিরোধিতা করেছে রাজ্য সরকার৷ নওশাদ পুলিশকে আক্রমণে প্ররোচনা দিয়েছেন, এমনও অভিযোগ ছিল রাজ্যের৷ যদিও কলকাতা হাইকোর্টে মামলার শুনানি চলাকালীন নওশাদ সহ আইএসএফ নেতা কর্মীদের গ্রেফতারি নিয়ে বিচারপতিদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে৷
আরও পড়ুন: দারুণ খবর! ভারতের ৯ জায়গায় মিলল সোনার খনির খোঁজ, জেনে নিন কোথায় এই সুবর্ণ ভাণ্ডার..
অবশেষে গ্রেফতার হওয়ার চল্লিশ দিনের মাথায় জামিন পান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আইএসএফ বিধায়কের জামিন মঞ্জুর করে৷ তবে একা নওশাদ নন, গত ২১ জানুয়ারি আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় অশান্তির ঘটনায় সবমিলিয়ে মোট ৬৪ জনের জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত৷