Isf চেয়ারম্যান ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির জামিনের দাবিতে হাওড়া আমতা রোড সন্তোষপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান isf নেতাকর্মীরা৷ রাস্তার মধ্যে গাছের গুড়ি ফেলে চলে পথ অবরোধ৷ ঘটনাস্থলে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ৷
advertisement
ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার, SIR সহ একাধিক দাবিতে গত বুধবার ISF-এর কর্মসূচিতে ধর্মতলায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। এরপরেই ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের জোড়াসাঁকো, তালতলা, বউবাজার থানায় রাখা হয়। পুলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট সহ বেশ কিছু জামিন অযোগ্য ধারায় মামলা করা হয় ধৃতদের বিরুদ্ধে। বৃহস্পতিবার তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে।
গতকাল, বুধবার ISF-এর বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। কার্যত, খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল শহরের প্রাণকেন্দ্রে। প্রায় ৫০ মিনিট ধরে চলেছিল পুলিশ-নওশাদদের টানাপোড়েন।