নাসিরুদ্দিন শাহ বলেছেন, 'আমি কোনও রাজনৈতিক দলের সমর্থক নই৷ কিন্তু বালিগঞ্জের ভোটারদের সামনে খুব সহজ বিকল্প রয়েছে৷ নিজেদের প্রতিনিধি হিসেবে আপনারা কাকে বেছে নেবেন? একজন সংবেদনশীল, সহমর্মী মানুষকে যিনি আপনাদের প্রতি দায়বদ্ধ থাকবেন? নাকি রং বদলে ফেলা সুযোগ সন্ধানী এমন কাউকে যে ধারাবাহিক ভাবে ঘৃনা ছড়িয়ে এসেছেন?' নাসিরুদ্দিন শাহ আরও বলেন, 'কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নয়, আমি নিজে ব্যক্তিগত ভাবে বালিগঞ্জ উপনির্বাচনের জন্য সায়রা শাহ হালিমের সমর্থনে আবেদন জানাচ্ছি৷'
advertisement
আরও পড়ুন: মুখ পাপিয়া অধিকারী, আসানসোল- বালিগঞ্জে বিজেপি-র প্রচার বামেদের ছায়া?
সায়রা শাহ হালিম এবং তাঁর স্বামী ও সিপিএম নেতা, চিকিৎসক ফুয়াদ হালিম যেভাবে বছরের পর বছর সমাজের প্রান্তিক শ্রেণিক মানুষের সাহায্যে ডায়ালিসিস পরিষেবা দিয়ে আসছেন, তারও প্রশংসা করেছেন নাসিরুদ্দিন শাহ৷
আরও পড়ুন: রাজনীতিতেই এখনও 'কোবরা ম্যান'? শত্রুঘ্ন সিনহার কটাক্ষ মিঠুনকে, চটলেন অগ্নিমিত্রা!
শুধু নাসিরুদ্দিন শাহ নন, তাঁর স্ত্রী রত্না পাঠক শাহও সায়রা শাহ হালিমের সমর্থনে আবেদন জানিয়েছেন৷ ভিডিও বার্তায় নাসিরুদ্দিন জায়া বলেন, 'পারিবারিক সম্পর্ক দূরে সরিয়ে রেখেই বলছি, সায়রা শাহ হালিম সবসময় সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের পাশে থাকেন৷ সর্বদা তাঁর মধ্যে এই কাজের জন্য বিশ্বাসযোগ্যতা ও সাহস দেখেছি৷ আমাদের অধিকার রক্ষায় তিনি সর্বদা সরব থেকেছেন৷'
আগামী ১২ এপ্রিল বালিগঞ্জে বিধানসভা উপনির্বাচন৷ তৃণমূলের বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে কঠিন লড়াই সায়রা শাহ হালিমের৷ এই কেন্দ্রে বিজেপি-র প্রার্থী কেয়া ঘোষ৷