ফিরহাদ ঘটনাস্থলে পৌঁছানোর পরেই উত্তেজনা আরও বৃদ্ধি পায়। মেয়রের কাছে স্থানীয় কাউন্সিলর সচিন সিংহের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন এলাকাবাসী। এমনকী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান কাউন্সিলরের অনুগামীরা। কাউন্সিলরের পক্ষে এবং কাউন্সিলরের বিরোধী গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়।
advertisement
দুই পক্ষকে নিরস্ত্র করতে বেগ পেতে হয় পুলিশকে। স্থানীয় এক বাসিন্দা অভিযোগ জানিয়ে বলেন, ‘‘মানিকতলা থেকে দমকল আসতে কতক্ষণ লাগে, ১০ মিনিট। জেনে শুনে এক দেড় ঘণ্টা পর দমকল এসেছে।’’
প্রসঙ্গত, শনিবার রাত ১০ টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। ভোর চারটের সময় দমকলের ১৬ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ হয়ে মৃত এক প্রৌঢ়। ৫৫ বছর বয়সী হাবিবুল্লা মোল্লার দেহ মেলে ধ্বংসস্তূপ থেকে।
সূত্রের খবর, রাস্তার ধারে থাকা একটি পিকআপ ভ্যান এবং ট্রাকেও আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে সে দু’টি গাড়ি। স্থানীয়দের নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়। জানা গিয়েছে, প্রচুর দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদের।