TRENDING:

TMC Reaction in Narendra Modi: ‘মা গঙ্গা বিহার হয়েই বাংলা আসেন..,’ মোদির মন্তব্যের পড়েই পাল্টা জবাব তৃণমূলের, ‘ভ্রম পুষে রাখবেন না’

Last Updated:

শুধু তাই নয়, আগামী বছরই পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্য বেশ কয়েকটি রাজ্যে ভোট রয়েছে৷ সেই প্রসঙ্গ টেনেই আত্মবিশ্বাসী মোদি বলেন, ‘‘শুধু বাংলা নয়, এই জয় দক্ষিণেও আমাদের কর্মী সমর্থকদের উৎসাহ দেবে৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ‘বিহার তো আমাদের, এবার বাংলার পালা’৷ গত শুক্রবার দিনের শুরুতে বিহারের ফলাফল একটু স্পষ্ট হতেই বলে দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং৷ বিকেলের বিহার বিজয় সম্ভাষণে বক্তৃতা করার সময় সেই কথাই প্রতিধ্বনিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও৷ গত শুক্রবার বিকেলে প্রায় এক ঘণ্টা বক্তৃতার শেষ প্রান্তে এসে মোদিকে বলতে শোনা যায়, ‘‘গঙ্গা মা বিহার হয়েই বাংলায় যায়৷ আর বিহারের এই জয়, অনেকটাই নদীর মতো, নিজেই বঙ্গে তাঁর রাস্তা তৈরি করে নেবে৷’’
News18
News18
advertisement

মোদির কড়া হুঁশিয়ারি, ‘‘বিহার বাংলার বিজয়ের পথ প্রশস্ত করেছে। বাংলার মানুষদের আশ্বস্ত করছি, এবার বাংলা থেকেও জঙ্গলরাজকে উপড়ে ফেলবে বিজেপি৷’’

শুধু তাই নয়, আগামী বছরই পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্য বেশ কয়েকটি রাজ্যে ভোট রয়েছে৷ সেই প্রসঙ্গ টেনেই আত্মবিশ্বাসী মোদি বলেন, ‘‘শুধু বাংলা নয়, এই জয় দক্ষিণেও আমাদের কর্মী সমর্থকদের উৎসাহ দেবে৷’’

advertisement

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বঙ্গে আটক ডাক্তারি ছাত্র! উত্তর দিনাজপুরে NIA, বিয়ের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হল পড়ুয়াকে

তবে, মোদি মন্তব্যের পরেই এ নিয়ে কড়া প্রতিক্রিয়া আসে তৃণমূলের তরফে৷ রাজ্যের মন্ত্রী শশী পাঁজা একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদি, কোনও ভ্রম পুষে রাখবেন না৷ পশ্চিমবঙ্গে বিজেপির জয় অনেক দূরাগত স্বপ্ন৷’’

advertisement

প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে শশী পাঁজ বলেন, ‘‘ আপনি বাংলার মহিলাদের অপমান করেছেন৷ বাংলাকে তাঁর হকের টাকা থেকে বঞ্চিত করেছেন, বাংলার মহিলাদের দেওয়ার জন্য তহবিলের টাকা আটকে রেখেছেন৷ আপনি সবসময় অসম্মানটাই দেখিয়েছেন৷’’

আরও পড়ুন: সকাল সকাল মেট্রোয় গণ্ডগোল! সিগন্যাল বিভ্রাটের জের, স্বাভাবিক নেই দক্ষিণেশ্বর থেকে বরানগর রেল পরিষেবা

advertisement

তিনি বলেন, ‘‘আপনি এবং অন্য বিজেপি নেতারা, প্রত্যেকেই বাংলার মহিলাদের অসম্মান করেন৷ বাংলায় বিজেপিকে ‘বাংলা বিরোধী জমিদার’ বলে ডাকা হয়৷ এটাই এখানে বিজেপির অবস্থা৷ওরা বাংলা বিরোধী, ওদের মধ্যে সবসময় বাংলা বিরোধী মনোভাব থাকে৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
পাততাড়ি গুটিয়ে ব্যবসা বন্ধের উপক্রমের মুহূর্তেই ভাল খবর! শালপাতা নিয়ে নতুন আশার আলো
আরও দেখুন

শশীর কথায়, ‘‘তাই, আগামী বিধানসভা নির্বাচন নিয়ে খুব বেশি জয়ের আশা রাখবেন না৷ কারণ, বাংলার মহিলারা আপনাকে যোগ্য জবাব দিয়ে দেবে৷ বাংলার মেয়েরা গণতান্ত্রিক উপায়ে আপনাদের উত্তর দেবে৷’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Reaction in Narendra Modi: ‘মা গঙ্গা বিহার হয়েই বাংলা আসেন..,’ মোদির মন্তব্যের পড়েই পাল্টা জবাব তৃণমূলের, ‘ভ্রম পুষে রাখবেন না’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল