দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু৷ বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা৷
আরও পড়ুন: বিজেপির হাত ধরে বাংলায় আগমন 'হোটেল সংস্কৃতি'? রাজনৈতিক মহলে জোর চর্চা
সংখ্যার নিরিখে দ্রৌপদী মুর্মুর জয় অনেকটাই নিশ্চিত৷ নির্বাচিত হলে একসঙ্গে জোড়া নজির স্থাপন করবেন দ্রৌপদী মুর্মু৷ আদিবাসী সমাজের প্রতিনিধি হিসেবে প্রথমবার রাইসিনা হিলসে পা রাখবেন তিনি৷ আবার, সবথেকে কম বয়সে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে চলেছেন তিনি৷ আজ ভোটগ্রহণের পর আগামী ২১ জুলাই ভোট গণনা এবং ফল ঘোষণা হবে৷ ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি৷
advertisement
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদে কাকে ভোট? দিল্লি পৌঁছেও ধোঁয়াশা বজায় রাখলেন শিশির- দিব্যেন্দু
সংসদ ভবন চত্বরেই পোলিং বুথ তৈরি করা হয়েছে৷ সেখানেই ভোট দিচ্ছেন সাংসদরা৷ রাজ্যসভার জেনারেল সেক্রেটারি নির্বাচনের রিটার্ননিং অফিসার৷
সংসদ ভবনের মতো সকাল থেকেই রাজ্য বিধানসভায় ভোট দেওয়ার জন্য বাংলার সাংসদ এবং বিধায়কদের লম্বা লাইন পড়েছে৷ শাসক দল তৃণমূল এবং বিজেপি বিধায়করা সকাল থেকেই ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন৷
নির্বাচনে