বাঙালির অন্যতম প্রিয় সাহিত্যিকের মৃত্যুতে মন খারাপ সমাজের নানা কাজের সঙ্গে যুক্তদের। কবি সুবোধ সরকার বলেছেন, 'আমরা সকলেই শোকাহত। এমন ভাবে তিনি আমাদে শৈশবকে ঘিরে ছিলেন, পাহাড়া দিয়েছেন, দুষ্টুমি করতে শিখিয়েছেন, পাঁচিল টপকাতে শিখিয়েছিলেন তিনি চলে গেলেন। তিনি আমাদের শৈশবকে আনন্দে ভরিয়ে তুলেছিলেন। এটা সবাই করতে পারেন না। এটা খুবই বিরল কাজ করে গেলেন তিনি। ছবি ছাপতে অনেক সমস্যার মধ্যেও তিনি যা করেছেন তা অসামান্য। ডিজিটাল যুগেও তাঁর কাজ অপরিহার্য। পরিবারকে সমবেদনা।'
advertisement
আরও পড়ুন: নন্টেফন্টে-হাঁদাভোদা-বাঁটুলকে রেখে চলে গেলেন স্রষ্টা, প্রয়াত নারায়ণ দেবনাথ!
বাংলা ছবির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের কথায়, 'গোটা ছোটবেলা জুড়েই তিনি রয়েছেন। এমন কোনও বাঙালি নেই যার ছোটবেলায় নারায়ণ দেবনাথ নেই। খুব সরল কিছু লেখার মাধ্যমে একটা চরিত্রকে ফুটিয়ে তোলার ক্ষমতা ছিল তাঁর। অসাধারণ এক শিল্পী, খুবই মর্মাহত হলাম খবরটা শুনে।'
সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন, 'বয়স হয়েছিল অনেকটাই। এত জনপ্রিয়তা অর্জন করেছিলেন ভাবা যায় না। খুবই মিষ্টি মানুষ ছিলেন, কোনও উগ্রতা ছিল না। সারা জীবনটাই তিনি কাজ করে গেলেন। এটা ক'জন পারেন। এত জনপ্রিয়তা কোনও কার্টুনিস্ট পেয়েছেন বলে আমার মনে হয় না।'
দেব সাহিত্য কুটিরের কর্ণধার রূপা মজুমদার বলেছেন, 'সমগ্র বাংলা সাহিত্যের একটা চরম ক্ষতি। তাঁর কালজয়ী সৃষ্টি সারা জীবন বাঙালি মনে রাখবে। এরা ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। ওঁর সৃষ্টিকে কেউ ভুলতে পারবে না। বাঙালি তাঁকে মনের মণিকোঠায় রেখে দিয়েছেন।'
আরও পড়ুন: ওমিক্রনে আক্রান্ত হলে কোন দিনটা সবচেয়ে বেশি সংক্রমণ ছড়ায়? জানুন ও সতর্কতা নিন
অভিনেতা কৌশিক সেনের ভাবনা, 'অনেক বয়স হয়েছিল। অনেকগুলো খারাপ খবর পাচ্ছি কদিন ধরে। শাঁওলি মিত্র, বীরজু মহারাজ চলে গেলেন, আজ নারায়ণ দেবনাথ চলে গেলেন। বিশেষ করে নারায়ণ দেবনাথের জগতটার সঙ্গে আমাদের বহু মানুষের শৈশব জড়িয়ে রয়েছে। ওই জগৎটা রূপকথার, খেলাধুলোর, অ্যাডভেঞ্চারের, তার মধ্যে নারায়ণ দেবনাথও ছিলেন। আমাদের মনের মধ্যেও তিনি ছিলেন, সেটা ভেবে বিষণ্ণ ছিলেন। তাঁর সৃষ্টিগুলো সবই রয়ে গেল, এটাই ভালো।'
নারায়ণ দেবনাথের সহকর্মী কার্টুনিস্ট অজিতেশ করের কথায়, 'আমি পরিবারের একজনকে হারালাম। সারা বাংলা জানে নারায়ণ দেবনাথ কে। আমার বাবা থেকে আমার সন্তানরাও বাঁটুল দেখে। একটা চরিত্রকে তৈরি করে প্রাণ দেওয়া, প্রতিদিন চালানো এটা বিরাট শিল্পের কাজ। তাঁর কথা বলা, স্লোগান তৈরি, বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করাটা বড় ভাবনার কাজ। কাজ করতে গিয়ে সামনে থেকে দেখেছি। এটা আমার সৌভাগ্য। সব কটাই সফল চরিত্র, তবে আমরা সব ব্যবহার করতে পারিনি।'