TRENDING:

Nabanna On Cyclone: ১ লক্ষ ২০ হাজার মানুষকে সরানো হল নিরাপদ আশ্রয়ে! সারারাত কন্ট্রোল রুম থেকে নজরদারি নবান্নের!

Last Updated:

Nabanna On Cyclone: ঘূর্ণিঝড় নিয়ে তৎপরতা তুঙ্গে রাজ্যে। পশ্চিমবঙ্গ প্রশাসনের তরফে নেওয়া হয়েছে তুমুল সতর্কতা। এখনও পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় ১ লক্ষ ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। এমনটাই রিপোর্ট পৌঁছেছে নবান্নে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ঘূর্ণিঝড় নিয়ে তৎপরতা তুঙ্গে রাজ্যে। পশ্চিমবঙ্গ প্রশাসনের তরফে নেওয়া হয়েছে তুমুল সতর্কতা। এখনও পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় ১ লক্ষ ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। এমনটাই রিপোর্ট পৌঁছেছে নবান্নে।
কন্ট্রোল রুম থেকে নজরদারি নবান্নের
কন্ট্রোল রুম থেকে নজরদারি নবান্নের
advertisement

পরিস্থিতি নিয়ে রাতভর কন্ট্রোল রুম খোলা থাকবে নবান্নে। সারারাত ব্যাপী পরিস্থিতির উপর নজরদারি করবে নবান্ন। দক্ষিণ ২৪ পরগনার সাগর,কাকদ্বীপ,নামখানা, গোসাবা,থেকে বেশিরভাগ বাসিন্দাকে সরানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

রাত ৯ টা পর্যন্ত রাজ্যের ৯ জেলায় ১৪ টি এনডিআরএফ-এর দল প্রস্তুত রাখা হয়েছে।পাশাপাশি প্রয়োজন হলে আরও এনডিআরএফ টিম স্ট্যান্ডবাই রাখা হয়েছে। নবান্ন থেকে প্রতিনিয়ত প্রস্তুতির উপর রাখা হয়েছে নজর।

advertisement

কলকাতায় দুর্যোগের কথা মাথায় রেখে ১টা টিম এনআরডিএফ মোতায়েন করা হয়েছে।পাশাপাশি হুগলিতে ১, হাওড়াতে ১,দক্ষিণ ২৪ পরগনাতে ৩,উত্তর ২৪ পরগনাতে ২টি,পূর্ব মেদিনীপুরে ২ টি,পশ্চিম মেদিনীপুরে ২টি,মুর্শিদাবাদে ১টি,নদিয়াতে ১টি টিম রাখা হয়েছে রাজ্যের দুর্যোগের কথা মাথায় রেখে।

পাশাপাশি বায়ুসেনার সঙ্গেও কথা বলেছে নবান্ন। এয়ার লিফটিং-এর প্রয়োজন হলে প্রস্তুত থাকতে বলা হয়েছে তাদের। ব্যারাকপুর ও কলাইকুন্দাতে প্রস্তুত রাখা হয়েছে।পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী অঞ্চলে এয়ার লিফটিং এর প্রয়োজন হতে পারে বলে মনে করছে নবান্ন। সোমবার সকালে নবান্ন যেতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ইতিমধ্যেই কেন্দ্রের তরফেও রাজ্যের মুখ্য সচিবের সঙ্গেও পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে দফায় দফায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna On Cyclone: ১ লক্ষ ২০ হাজার মানুষকে সরানো হল নিরাপদ আশ্রয়ে! সারারাত কন্ট্রোল রুম থেকে নজরদারি নবান্নের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল