অন্যদিকে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দায়িত্বে থাকা অজয় ঠাকুরকে আনা হল ডিআইজি সিআইডি হিসাবে। পুলিশ কমিশনারেটে ব্যারাকপুর উত্তীর্ণ হওয়ার পর থেকে এই নিয়ে সাতবার বদল হল সিপি-র।
সুনীল চৌধুরী, তন্ময় রায়চৌধুরী, মনোজ বর্মা, অজয় ঠাকুর, অলোক রাজোরিয়ার পরে আবার অজয় ঠাকুরকে সিপি করা হয়। এবার অজয় ঠাকুরকে সিআইডি-তে বদলি করা হল। আনা হল মুরলীধর শর্মাকে৷
advertisement
আরও পড়ুন: IAS – IPS স্তরে বিরাট রদবদল রাজ্যের! চার মাসের মধ্যেই আবার সিপি বদলাল ব্যারাকপুরে
অন্যদিকে, IPS -এর পাশাপাশি রদবদল হল IAS কর্তাদের মধ্যেও৷ এই দফায় রাজ্যের পাঁচ আইএএস আধিকারিকের দায়িত্বে বদল আনা হল। কমার্শিয়াল ট্যাক্সের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হল উমা শঙ্কর এস-কে। প্রসঙ্গত, কিছুদিন আগেই উমা শঙ্করকে কৃষি দফতরের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
অন্যদিকে, তাঁর পুরনো পদে ফিরিয়ে দেওয়া হল পি মোহনগান্ধিকে৷ পি মোহন গান্ধিকে৷ ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে তাঁর পুরনো দায়িত্বে ফিরে গেলেন।
এদিকে দেবীপ্রসাদ কারনামকে অর্থ দফতরের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হল। জগন্নাথ মন্দিরের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের জন্য দায়িত্ব দেওয়া হল পূর্ব মেদিনীপুরেরই অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরীকে। জগন্নাথ মন্দিরের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের সিইও হিসেবে দায়িত্ব সামলাবেন এই অফিসার।