TRENDING:

Barrackpore police commissionerate: এই নিয়ে ৭ বার! বদলাল ব্যারাকপুরের পুলিশ কমিশনার...কলকাতার এই প্রাক্তন গোয়েন্দা প্রধানকে বিশেষ দায়িত্ব মমতার

Last Updated:

সুনীল চৌধুরী, তন্ময় রায়চৌধুরী, মনোজ বর্মা, অজয় ঠাকুর, অলোক রাজোরিয়ার পরে আবার অজয় ঠাকুরকে সিপি করা হয়। এবার অজয় ঠাকুরকে সিআইডি-তে বদলি করা হল। আনা হল মুরলীধর শর্মাকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মাস চারেক আগেই আইপিএস অলোক রাজোরিয়াকে সরিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দায়িত্বে আনা হয়েছিল অজয় ঠাকুরকে। ফের হঠাৎ সিপি বদল ব্যারাকপুরে। এবার ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হল মুরলীধর শর্মাকে। এর আগে পুলিশ ট্রেনিং ইন্সটিটিউটের দায়িত্বে ছিলেন তিনি। গতবছরই কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারের পদ থেকে তাঁকে বদলি করা হয়েছিল পুলিশ ট্রেনিং ইনস্টিটিউটে। বদলির সময় তিনি ছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান।
News18
News18
advertisement

অন্যদিকে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দায়িত্বে থাকা অজয় ঠাকুরকে আনা হল ডিআইজি সিআইডি হিসাবে। পুলিশ কমিশনারেটে ব্যারাকপুর উত্তীর্ণ হওয়ার পর থেকে এই নিয়ে সাতবার বদল হল সিপি-র।

সুনীল চৌধুরী, তন্ময় রায়চৌধুরী, মনোজ বর্মা, অজয় ঠাকুর, অলোক রাজোরিয়ার পরে আবার অজয় ঠাকুরকে সিপি করা হয়। এবার অজয় ঠাকুরকে সিআইডি-তে বদলি করা হল। আনা হল মুরলীধর শর্মাকে৷

advertisement

আরও পড়ুন: IAS – IPS স্তরে বিরাট রদবদল রাজ্যের! চার মাসের মধ্যেই আবার সিপি বদলাল ব্যারাকপুরে

অন্যদিকে, IPS -এর পাশাপাশি রদবদল হল IAS কর্তাদের মধ্যেও৷ এই দফায় রাজ্যের পাঁচ আইএএস আধিকারিকের দায়িত্বে বদল আনা হল। কমার্শিয়াল ট্যাক্সের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হল উমা শঙ্কর এস-কে। প্রসঙ্গত, কিছুদিন আগেই উমা শঙ্করকে কৃষি দফতরের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

advertisement

অন্যদিকে, তাঁর পুরনো পদে ফিরিয়ে দেওয়া হল পি মোহনগান্ধিকে৷ পি মোহন গান্ধিকে৷ ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে তাঁর পুরনো দায়িত্বে ফিরে গেলেন।

আরও পড়ুন: হাতে হাতকড়া..মাটিতে চেপে ধরা, শোনা যাচ্ছে গোঙানি! ভারতীয় ছাত্রের সঙ্গে ক্রিমিনালের মতো আচরণ ট্রাম্পের আমেরিকায়

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিকে দেবীপ্রসাদ কারনামকে অর্থ দফতরের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হল। জগন্নাথ মন্দিরের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের জন্য দায়িত্ব দেওয়া হল পূর্ব মেদিনীপুরেরই অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরীকে। জগন্নাথ মন্দিরের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের সিইও হিসেবে দায়িত্ব সামলাবেন এই অফিসার।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Barrackpore police commissionerate: এই নিয়ে ৭ বার! বদলাল ব্যারাকপুরের পুলিশ কমিশনার...কলকাতার এই প্রাক্তন গোয়েন্দা প্রধানকে বিশেষ দায়িত্ব মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল