প্রথমত, ধান বিক্রয় কেন্দ্রগুলিতে সিসিটিভি সংখ্যা প্রয়োজনে বাড়াতে হবে।
ধান বিক্রয়ের ক্ষেত্রে দালালদের কোনও জায়গা থাকবে না, এটা নিশ্চিত করতে হবে।
কোনও দালাল ধান বিক্রয় কেন্দ্রের আশে পাশে ঘোরাফেরা করছে কিনা, তা নিয়ে সবসময় নজরদারি করতে হবে।
যিনি ধান বিক্রয় কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার হবেন, তাঁকে আরও প্রশিক্ষণ বাড়াতে হবে।
advertisement
সতর্ক করার পরও দালাল চক্র কাজ করলে প্রয়োজনীয় পদক্ষেপ তার বিরুদ্ধেই নিতে হবে।
জেলাশাসক – পুলিশ সুপারদের ধান বিক্রয় কেন্দ্রগুলিতে পরিদর্শন করতে হবে।
জেলা স্তরে মিটিং করতে হবে এবং জনপ্রতিনিধিদের যুক্ত করতে হবে।
আরও পড়ুন: চলতি বছরের শেষ সপ্তাহে আট দিনব্যাপী পট মেলা, ঘুরে দেখুন একটা দিন
আরও পড়ুন- মাঝরাতে ট্রেনের টয়লেট থেকে অদ্ভুত আওয়াজ! RPF দরজা ভাঙতেই ভিতরে যা দেখা গেল…তাজ্জব সবাই!
মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরই ধান বিক্রয় দালাল চক্র ঠেকাতে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। জেলাশাসক ও খাদ্য দফতরের জেলা স্তরের আধিকারিকদের নিয়ে ভার্চুয়াল বৈঠকের নির্দেশও দেওয়া হয়েছে।