এদিকে দেবীপ্রসাদ কারনামকে অর্থ দফতরের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হল। জগন্নাথ মন্দিরের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের জন্য দায়িত্ব দেওয়া হল পূর্ব মেদিনীপুরেরই অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরীকে। জগন্নাথ মন্দিরের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের সিইও হিসেবে দায়িত্ব সামলাবেন এই অফিসার।
advertisement
মাস কয়েক আগেই আইপিএস অলোক রাজোরিয়াকে সরিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দায়িত্বে আনা হয়েছিল অজয় ঠাকুরকে। আবার হঠাৎ সিপি বদল ব্যারাকপুরে। এবার ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার হিসাবে দায়িত্ব দেওয়া হল মুরলীধর শর্মাকে। যিনি দায়িত্ব ছিলেন পুলিশ ট্রেনিং ইন্সটিটিউটের।
গতবছরই কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারের পদ থেকে তাঁকে বদলি করা হয়েছিল পুলিশ ট্রেনিং ইনস্টিটিউটে। সেই সময় তিনি কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের।
অজয় ঠাকুরকে আনা হল ডিআইজি সিআইডি হিসেবে। পুলিশ কমিশনারেটে ব্যারাকপুর উত্তীর্ণ হওয়ার পর থেকে এই নিয়ে সাতবার বদল হল সিপির।
সুনীল চৌধুরী, তন্ময় রায়চৌধুরী, মনোজ বর্মা, অজয় ঠাকুর, অলোক রাজোরিয়ার পর আবার অজয় ঠাকুরকে সিপি করা হয়। এবার অজয় ঠাকুরকে সিআইডি তে বদলি করা হল। আনা হল মুরলিধর শর্মাকে।