আগামিকাল স্কুল সার্ভিস কমিশন নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে। রাজ্যজুড়ে মোট ৬৩৬টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেবে এসএসসি। তার আগেই পরীক্ষা প্রস্তুতি নিয়ে ফের পর্যালোচনা করতে বৈঠক ডাকলেন মুখ্য সচিব।
আরও পড়ুন: ১১টা নয় ঢুকতে হবে ১০টায়…পেন নিয়েও কড়া কমিশন! SSC-র আগে একগুচ্ছ নিয়ম প্রকাশ
নবান্ন সূত্রে খবর, নিরাপত্তা ব্যবস্থা, পরীক্ষা পরিচালনা ব্যবস্থা সহ একাধিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ আজ বিকেল চারটের বৈঠকে দিতে পারেন মুখ্য সচিব বলেই মনে করা হচ্ছে।
advertisement
আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা৷ রবিবার, ৭ সেপ্টেম্বর নবম-দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা৷ রবিবারের পরীক্ষার আগে শনিবার পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়ে সাংবাদিক বৈঠক করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার৷
সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘‘১০ টার সময়ে উপস্থিতি বাধ্যতামূলক। যেহেতু, অ্যাডমিট কার্ডে লেখা ছিল ১১ টার মধ্যে উপস্থিতি, নিরাপত্তা জনিত বিষয়ের জন্য ১০টার মধ্যে উপস্থিতি। ৩,১৯,৯১৯ জন আগামিকাল পরীক্ষা দেবে। ৬৩৬ টি কেন্দ্রে কাল, ১৪ তারিখ ৪৭৮ টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।’’
সিদ্ধার্থ মজুমদার জানান, পরীক্ষার সময় ১২টা, প্রতিটা পরীক্ষা কেন্দ্রে ১০ টা থেকে ১০.৩০-এর মধ্যে প্রশ্ন পত্র পৌঁছে দেওয়া হবে। ১১. ৪৫ মিনিট থেকে প্রশ্ন বিতরণ শুরু করব। ১১.৪৫ থেকে শুধু তাঁদের নাম লিখতে দেওয়া হবে। পরীক্ষার্থীদের হাতে প্রশ্ন পত্র,উত্তর পত্রের প্যাকেট দেওয়া হবে। ১ থেকে ৫ উত্তর পত্রে অনেক গুরুত্বপূর্ণ। পূরণ না করলে ওই উত্তরপত্র গুলো বাতিল বলে গণ্য হবে। লিখতে শুরু করবেন ১২ টা থেকে।