SSC Examination: ১১টা নয় ঢুকতে হবে ১০টায়...পেন নিয়েও কড়া কমিশন! SSC-র আগে একগুচ্ছ নিয়ম প্রকাশ

Last Updated:

সিদ্ধার্থ মজুমদার জানান, পরীক্ষার সময় ১২টা, প্রতিটা পরীক্ষা কেন্দ্রে ১০ টা থেকে ১০.৩০-এর মধ্যে প্রশ্ন পত্র পৌঁছে দেওয়া হবে। ১১. ৪৫ মিনিট থেকে প্রশ্ন বিতরণ শুরু করব। ১১.৪৫ থেকে শুধু তাঁদের নাম লিখতে দেওয়া হবে।

News18
News18
কলকাতা: আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা৷ রবিবার, ৭ সেপ্টেম্বর নবম-দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা৷ রবিবারের পরীক্ষার আগে শনিবার পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়ে সাংবাদিক বৈঠক করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার৷
সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘‘১০ টার সময়ে উপস্থিতি বাধ্যতামূলক। যেহেতু, অ্যাডমিট কার্ডে লেখা ছিল ১১ টার মধ্যে উপস্থিতি, নিরাপত্তা জনিত বিষয়ের জন্য ১০টার মধ্যে উপস্থিতি। ৩,১৯,৯১৯ জন আগামিকাল পরীক্ষা দেবে। ৬৩৬ টি কেন্দ্রে কাল, ১৪ তারিখ ৪৭৮ টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।’’
advertisement
advertisement
চেয়ারম্যান জানিয়েছেন, ‘‘একটি স্বচ্ছ পেন নিয়ে যেতে পারবেন, যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থী এর জন্য পেনের ব্যবস্থা রেখেছি। অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড এবার কোড স্ক্যানার আছে, সেখানে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নাকি বোঝা যাবে। নিজের ফটো আইডি ছাড়া নিয়ে যেতে পারবেন না। যার মনে হচ্ছে অ্যাডমিট কার্ডে সমস্যা আছে বলে মনে আছে তার পরীক্ষা বাতিল করছি না। তার একটা ফটো আইডি একটা কপি নিয়ে যাবেন, সেটা আমাদের কাছে চলে আসবে। প্রশ্নপত্রের মধ্যে নানা রকম সিকিওরিটি থাকবে কোনও রকম নিরাপত্তা লিক করার চেষ্টা করে তাহলে কার প্রশ্ন পত্র থেকে করার চেষ্টা হয়েছে সেটাও আমরা ধরতে পারব৷’’
advertisement
সিদ্ধার্থ মজুমদার জানান, পরীক্ষার সময় ১২টা, প্রতিটা পরীক্ষা কেন্দ্রে ১০ টা থেকে ১০.৩০-এর মধ্যে প্রশ্ন পত্র পৌঁছে দেওয়া হবে। ১১. ৪৫ মিনিট থেকে প্রশ্ন বিতরণ শুরু করব। ১১.৪৫ থেকে শুধু তাঁদের নাম লিখতে দেওয়া হবে। পরীক্ষার্থীদের হাতে প্রশ্ন পত্র,উত্তর পত্রের প্যাকেট দেওয়া হবে। ১ থেকে ৫ উত্তর পত্রে অনেক গুরুত্বপূর্ণ। পূরণ না করলে ওই উত্তর পত্র গুলো বাতিল বলে গণ্য হবে। লিখতে শুরু করবেন ১২ টা থেকে।
advertisement
তিনি জানিয়েছেন কোনও রকম প্ল্যাকার নিয়ে কাল যদি কেউ ঢোকে? উত্তর- আমাদের স্পষ্ট নির্দেশ আছে কি নিয়ে পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন। অ্যাডমিট কার্ড স্ক্যান করার ব্যবস্থা থাকবে৷
advertisement
তল্লাশি তে মেটাল ডেটেক্টর থাকবে। ওয়েবসাইট এ কন্ট্রোল রুম এর নম্বর দিয়ে দেব। পরীক্ষা ঘর এর মধ্যে কেউ ফোন নিয়ে যেতে পারবেন না। কাল সকালে, ৮ টার পর থেকে এসএসসি কন্ট্রোল রুম কার্যকর করবে। ইন্টারনেট বন্ধ থাকছে না কাল৷ পরীক্ষা কেন্দ্রে ঢোকার শেষ সময় ১১. ৪৫, পরীক্ষার ঘরে ঢোকার শেষ সময় ১২ টা৷ সব পরীক্ষা কেন্দ্রই স্পর্শকাতর বলে উল্লেখ। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ বেরোতে পারবেন না।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Examination: ১১টা নয় ঢুকতে হবে ১০টায়...পেন নিয়েও কড়া কমিশন! SSC-র আগে একগুচ্ছ নিয়ম প্রকাশ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement