সম্প্রতি সরকারি জমি দখল হয়ে যাচ্ছে বলে প্রশাসনিক বৈঠকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে জমি দখলকারীদের ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার গোটা রাজ্যেই রাজ্য সরকারি জমি কত রয়েছে, তা নিয়েও নির্দিষ্ট তথ্য চাইল নবান্ন।
advertisement
মুখ্য সচিব বি পি গোপালিকা প্রতিটি দফতরের সচিব ও প্রত্যেকটি জেলার জেলাশাসককে তাঁদের অধীনে কত সরকারি জমিয়ে রয়েছে তার খতিয়ান জমা দিতে বললেন ৪৮ ঘণ্টার মধ্যে।
রাজ্যের ভূমি দফতরের অধীনে যে জমির পরিমাণ বর্তমানে রয়েছে, তার সঙ্গে মিলিয়ে দেখা হবে জেলাশাসক ও দফতরের সচিবদের পাঠানো নথি।
advertisement
সূত্রের খবর, রাজ্য সরকারের কাছে সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে। তার জন্যই এই তথ্য চাওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 19, 2024 4:54 PM IST