বিধাননগর উত্তর থানার পুলিশ জানিয়েছেন, ওই আহত যুবককে বিধাননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম ভিক্টর গঙ্গোপাধ্যায়, তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।
আরও পড়ুনঃ বরফের মতো জেট গতিতে গলবে থলথলে মেদ! একমাস ‘ডিনারে’ রোজ সস্তার সাদা খাবার, চ্যালেঞ্জ নিয়ে দেখুন
advertisement
তবে কী কারণে এই যুবকের মৃত্যু হয়েছে, সেটা তদন্ত করে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ। রাতের অন্ধকারে ওই যুবক কোথা থেকে আসছিলেন, কোথায় যাচ্ছিলেন তা এখনও জানা যায়নি। তিনি আদৌ পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয় নাকি কেউ তাঁকে আঘাত করে পালিয়ে যায়, তা তদন্ত করে দেখছে বিধাননগর থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2025 10:42 AM IST
