TRENDING:

Muriganga Barge Accident: নদীতে মিশছে ছাই! মাছ মরে যাওয়ার আশঙ্কা! মুড়িগঙ্গায় ডুবন্ত বাংলাদেশি বার্জ থেকে বিপদের অশনিসঙ্কেত

Last Updated:

Muriganga Barge Accident:বার্জের ভিতরে রয়েছে ফ্লাই অ্যাশ। নদীর জলে সেই ফ্লাই অ্যাশ মিশতে শুরু করেছে। এতে নদীতে ব্যাপক দূষণ হবে। মাছ মরে যাওয়ার আশঙ্কাও করছেন মৎসজীবীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার সাগরের ঘোড়ামারা দ্বীপের পাশে মুড়িগঙ্গা দিয়ে যাওয়ার সময়ই নদীর চড়ায় ধাক্কা মারে বাংলাদেশি বার্জ ‘সি ওয়ার্ল্ড’। চড়ায় ধাক্কা মারার পর পাটাতনের পাশাপাশি বার্জের মাঝের অংশ থেকে দু’ভাগ হয়ে যায়। ক্রমশ ফাটল চওড়া হচ্ছে। বার্জের ভিতরে রয়েছে ফ্লাই অ্যাশ। নদীর জলে সেই ফ্লাই অ্যাশ মিশতে শুরু করেছে। এতে নদীতে ব্যাপক দূষণ হবে। মাছ মরে যাওয়ার আশঙ্কাও করছেন মৎসজীবীরা।এই বার্জ সম্পূর্ণ ডুবে যেতে পারে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কলকাতা বন্দর কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে পুরো বিষয়টি।
মুড়িগঙ্গা দিয়ে যাওয়ার সময়ই নদীর চড়ায় ধাক্কা মারে বাংলাদেশি বার্জ ‘সি ওয়ার্ল্ড’
মুড়িগঙ্গা দিয়ে যাওয়ার সময়ই নদীর চড়ায় ধাক্কা মারে বাংলাদেশি বার্জ ‘সি ওয়ার্ল্ড’
advertisement

বার্জের ভারতীয় এজেন্টকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বাংলাদেশি নাবিকদের দাবি, রাস্তা দেখিয়ে তাঁদের যে পাইলট নৌকার নিয়ে যাওয়ার কথা ছিল, তাঁরা নিয়ে যাননি। এর ফলে ঠিক মতো পথ চিনতে পারেননি তাঁরা৷ সে কারণে বার্জটি চড়ায় ধাক্কা দেয়। তাঁদের প্রাণ বাঁচানোর জন্য স্থানীয় মৎস্যজীবী এবং পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন ওই বাংলাদেশি নাবিকরা৷ বন্দর কর্তৃপক্ষ অবশ্য পাইলট না করার অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য পাইলট করছিল যে ভেসেল তারা যথাযথ পথ দেখিয়েই নিয়ে যায় বার্জটিকে। স্থানীয়দের অবশ্য অভিযোগ ড্রেজিং না হওয়ার কারণে নাব্যতা কমে যায়। ফলে ফ্লাই অ্যাশ বোঝাই বার্জ পলিতে আটকে যায়। আপাতত স্থানীয়দের দাবি, দূষণ যাতে না ছড়িয়ে পড়ে সেদিকে পদক্ষেপ করা হোক। তবে বার্জের মাঝামাঝি যে ভাবে ফাটল ধরেছে তাতে ভেঙে যাওয়া অংশ অন্য বার্জ বা ভেসেল চলাচলে যাতে বিঘ্ন না ঘটায় সেদিকে সকলে নজর রাখছে।

advertisement

আরও পড়ুন : বিনা টিকিটে রেলযাত্রা ক্রমশ বাড়ছেই! অভিযান চালিয়ে রেকর্ড আয় শিয়ালদহ ডিভিশনের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বার্জ ডোবার ঘটনায় উদ্বিগ্ন Inland Waterways Authority of India (IWAI)। এই জলপথে বার্জ ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। নাব্যতা সংক্রান্ত সমস্যার জন্য এখানে জলযান চালানোয় মাঝে মধ্যেই অসুবিধা হয়। ফের সেই চ্যানেলে বার্জ ডোবায় উদ্বিগ্ন তাঁরা। চ্যানেল ক্লিয়ারে কাজ করবে IWAI।  এই বিষয়ে টেকনিক্যাল টিম কাজ শুরু করছে। প্রসঙ্গত এই চ্যানেলের কাছাকাছি জায়গায় একাধিক বার্জ দুর্ঘটনায় পড়েছে। তার জেরে সমস্যা হয় বার্জ ও পণ্যবাহী জাহাজ চলাচলে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Muriganga Barge Accident: নদীতে মিশছে ছাই! মাছ মরে যাওয়ার আশঙ্কা! মুড়িগঙ্গায় ডুবন্ত বাংলাদেশি বার্জ থেকে বিপদের অশনিসঙ্কেত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল