Sealdah Division: বিনা টিকিটে রেলযাত্রা ক্রমশ বাড়ছেই! অভিযান চালিয়ে রেকর্ড আয় শিয়ালদহ ডিভিশনের

Last Updated:

Sealdah Division: উদ্যোগটির মূল উদ্দেশ্য ছিল প্যাসেঞ্জারদের মধ্যে বৈধ টিকিট কেনার এবং রেলওয়ে বিধিনিষেধ মেনে চলার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা

শিয়ালদহ ডিভিশনে ক্রমাগত বাড়ছে বিনা টিকিটে রেলযাত্রা
শিয়ালদহ ডিভিশনে ক্রমাগত বাড়ছে বিনা টিকিটে রেলযাত্রা
কলকাতা: বিনা টিকিটে রেলযাত্রা বন্ধ করা যাচ্ছে না। বিশেষ করে শিয়ালদহ ডিভিশনে ক্রমাগত বাড়ছে বিনা টিকিটে রেলযাত্রা। তাই ফের শিয়ালদহ বিভাগে বিশেষ টিকিট পরীক্ষা অভিযান করা হল। যাত্রীদের যাত্রা অভিজ্ঞতা সহজ এবং শৃঙ্খলাপূর্ণ করতে এবং রেলওয়ে শিষ্টাচার প্রচারের জন্য এসিএম/শিয়ালদহ শ্রী রবিশঙ্কর প্রসাদ এবং শ্রীমতি মহুয়া দাস একটি ব্যাপক টিকিট পরীক্ষা অভিযান পরিচালনা করেছেন শিয়ালদহ -রানাঘাট সেকশনে। এই অভিযানটি সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শ্রী পবন কুমার এবং শিয়ালদহ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী দীপক নিগমের নেতৃত্বে ও নির্দেশনায় অনুষ্ঠিত হয় এবং এর ফলস্বরূপ উল্লেখযোগ্য ফলাফল অর্জিত হয়।
দুই দিনব্যাপী এই অভিযানে টিকিট-পরীক্ষা দলগুলি মোট ৭৪৯টি অনিয়ম চিহ্নিত করেছে, যার মধ্যে ২৩৮টি ক্ষেত্রে বৈধ টিকিট না থাকা এবং ৫১১টি ক্ষেত্রে অবৈধ মালপত্র নিয়ে চলাচল করা রয়েছে। এই সমস্ত অনিয়মের ফলে মোট ৯৮,৩১৫ টাকা ফাইন হয়েছে। এই উদ্যোগটির মূল উদ্দেশ্য ছিল প্যাসেঞ্জারদের মধ্যে বৈধ টিকিট কেনার এবং রেলওয়ে বিধিনিষেধ মেনে চলার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। প্যাসেঞ্জারদের অগ্রিম টিকিট বুকিং করতে এবং সঠিক ডকুমেন্টেশন-সহ যাতায়াত করতে উৎসাহিত করা হয়েছে, যাতে রেলওয়ে সেবা সহজতর, অতিরিক্ত ভিড় কমানো এবং সামগ্রিক প্যাসেঞ্জার সন্তুষ্টি বৃদ্ধি পায়। অভিযান চলাকালে প্যাসেঞ্জারদের ডিজিটাল মাধ্যমে যেমন ইউটিএস মোবাইল অ্যাপ, এটিভিএম, কিউআর কোড ইত্যাদি ব্যবহার করে টিকিট বুক করার জন্য উৎসাহিত করা হয়েছে।
advertisement
আরও পড়ুন : এ বার রাত ১০ টার পরও পাওয়া যাবে উত্তরবঙ্গ থেকে কলকাতা আসার ট্রেন? খতিয়ে দেখছে রেল
ডিআরএম শিয়ালদহ শ্রী দীপক নিগম বলেছেন, “শিয়ালদহ ডিভিশন প্যাসেঞ্জারদের নিরাপদ, আরামদায়ক এবং সুবিধাজনক যাত্রার অভিজ্ঞতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত টিকিট পরীক্ষা অভিযান আমাদের চলমান প্রচেষ্টার অংশ, যা প্যাসেঞ্জার সেবা উন্নত করার এবং ট্রেনে শৃঙ্খলা বজায় রাখার জন্য।” প্যাসেঞ্জারদের রেলওয়ে কর্মীদের সঙ্গে সহযোগিতা করার এবং সমস্ত রেলওয়ে নিয়ম ও বিধি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। এভাবে, তারা সবাইকে একটি আরও আরামদায়ক ও নিরাপদ যাত্রার পরিবেশ সৃষ্টি করতে সাহায্য করতে পারে।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah Division: বিনা টিকিটে রেলযাত্রা ক্রমশ বাড়ছেই! অভিযান চালিয়ে রেকর্ড আয় শিয়ালদহ ডিভিশনের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement