দুপুরেই টাকা চেয়ে ওই যুবকের কাছে রহস্যজনক ফোন এসেছিল। সেই যুবককেই রাত ৯ টা নাগাদ তার বাড়ির ভেতরে ঢুকে ধারালো অস্ত্রের কোপ মেরে তাকে খুন করেছে আততায়ীরা! গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মহিষাদল এলাকায়!জানা গেছে, মৃত যুবকের নাম অতনু ঘাঁটি, বয়স ২২ বছর।
আরও পড়ুন: বাস্তু মতে ভুল দিকে বাড়ি! গোটা বাড়ি তুলে সরিয়ে দেওয়া হচ্ছে অন্য দিকে! অবাক ঘটনা বর্ধমানে!
advertisement
আজ রাত ৯ টা নাগাদ তার বাড়ির ভেতরে ঢুকে মুখে কাপড় ঢাকা এক আততায়ী ধারালো অস্ত্র চালিয়ে ওই যুবককে খুন করে।একজন নাকি আরও বেশি সংখ্যক দুষ্কৃতী ওই দলে ছিলো সেটা বুঝতে পারেনি বাড়ির বাসিন্দারা। তবে মুখে কাপড় ঢাকা অবস্থায় একজন আততায়ী ধারালো অস্ত্রের কোপ মেরে যুবককে গুরুতর জখম করে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ডাকাতি করতে এসে বাধা পেয়ে খুন নাকি অন্য কোন কারণে এই খুনের ঘটনা, তা নিয়ে ধন্দে পুলিশ। এদিকে যুবক খুনের ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে মহিষাদল এলাকায়।
সুজিত ভৌমিক